অ্যাপশহর

সচিন-লতাকে নিয়ে 'ব্যাঙ্গ' ভিডিয়ো পোস্ট, পেটানোর হুমকি তন্ময়কে

লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরের ব্যাঙ্কাত্মক ভিডিয়ো পোস্ট করে এবার বিপাকে কমেডি গ্রুপ AIB-র সদস্য তন্ময় ভাট।

EiSamay.Com 30 May 2016, 5:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরের একটি ব্যাঙ্কাত্মক ভিডিয়ো পোস্ট করে এবার বিপাকে কমেডি গ্রুপ AIB-র সদস্য তন্ময় ভাট। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তন্ময়কে পেটাবে বলেও হুমকি দিয়েছেন MNS-এর সদস্যরা। এদিকে, এই ভিডিয়ো ব্লক করতে গুগল ও ইউ টিউবের সঙ্গে কথা বলছে মুম্বই পুলিশ।
EiSamay.Com for tanmay bhatt from raj thackerays mns police case threat of assault
সচিন-লতাকে নিয়ে 'ব্যাঙ্গ' ভিডিয়ো পোস্ট, পেটানোর হুমকি তন্ময়কে


২৬ মে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন তন্ময় ভাট। ভিডিয়োটির ক্যাপশন ছিল, 'সচিন বনাম লতা সিভিল ওয়ার'। তার সঙ্গে ডিসক্লেমারে লেখা ছিল, 'আমি আমার স্ন্যাপচ্যাটে এই ছাইভস্ম করেছি।' ভিডিয়োটিতে বিদ্রূপের সঙ্গে দেখানো হয়েছে, সচিন ও লতা একে-অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছেন। ঝগড়ার বিষয় হল, কে বেশি ভালো ক্রিকেটার? সচিন নাকি বিরাট কোহলি?

এই ভিডিয়ো দেখে অনেকেরই অভিযোগ, এটা ঠাট্টা নয়, দুই মহান ব্যক্তিত্বকে অপমান করা হয়েছে এই ভিডিয়োতে। ভিডিয়োটির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন অনুপম খের, রীতেশ দেশমুখ, সেলিনা জেটলির মতো সেলেব ও সাধারণ মানুষজন।


তন্ময় ভাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে MNS-এর তরফে বলা হয়েছে, 'তন্ময় ভাটের ভিডিয়োতে ভারতরত্ন সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে যেভাবে ট্রিট করা হয়েছে তা আমরা কিছুতেই মেনে নেব না।'

যদিও এই হুমকি বা সমালোচনা কোনওটাকেই পাত্তা না দিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন তন্ময় ভাট।




(প্রতিবেদন সৌজন্য: মহারাষ্ট্র টাইমস)

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল