অ্যাপশহর

গিটার দেখিয়ে বন্দুকের হুমকি! ১৬ ঘণ্টার আতঙ্ক আন্তর্জাতিক বিমানে!!

ওই বিমানের পরিবর্তে অন্য বিমানে বাকি যাত্রীদের সফরের ব্যবস্থা করা হয়। যদিও যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পুরনো বিমানে বসিয়ে রাখা হয় তাঁদের।

TNN 24 Apr 2019, 12:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আদতে ছিল গিটার। কিন্ত, ব্যাগের ভিতরের বড় বস্তুটি দেখিয়ে হুমকি দিয়েছিলেন, 'বন্দুক রয়েছে ভিতরে!' এর জেরেই আতঙ্ক...আর তাতে ১৬ ঘণ্টা দেরিতে উড়ল বেঙ্গালুরু-সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিমান। ঘটনা বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (KIA)।
EiSamay.Com Flight
ঘটনা বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের। (প্রতীকী ছবি)


ভুয়ো আতঙ্ক সৃষ্টির জন্য গ্রেফতার করা হয়েছে বিদেশি ওই নাগরিককে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ফ্লাইট টিআর৫৭৩-এ বন্দুকধারীর ভুয়ো আতঙ্কের খবর মিলেছিল। এর জেরে বিমানের উড়ানে দেরি হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি বিমানের সব যাত্রীদের ব্যাগ দ্বিতীয়বার চেক করা হয়।

ধৃত ব্যক্তি কেন এই কাণ্ড করলেন, তাঁর ব্যাখ্যা মেলেনি পুলিশ আধিকারিকদের কাছে। যদিও সূত্র মারফত জানা গেছে, বিমান ক্রিউয়ের সঙ্গে বচসার পরই বন্দুকের হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি। তবে তাঁর কাছ থেকে কোনও বন্দুক মেলেনি।

পাশাপাশি ঝুঁকি না নিয়ে ওই বিমানের পরিবর্তে অন্য বিমানে বাকি যাত্রীদের সফরের ব্যবস্থা করা হয়। যদিও যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পুরনো বিমানে বসিয়ে রাখা হয় তাঁদের।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল