অ্যাপশহর

৫ মাসে ৫ 'বড়' নেতার দল্যত্যাগ, চব্বিশের মহারণের আগে বেসামাল কংগ্রেস!

Congress-এ ভাঙন অব্যাহত। কংগ্রেসের সভানেত্রীর টাস্ক ফোর্স তৈরির পর দিনই সামনে এল সে দলের বর্ষীয়ান নেতা কপিল সিব্বলের দলত্যাগের খবর। সামনে একাধিক রাজ্যে বিধানসভা ভোট। আর ঠিক দু'বছর পরই লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে একের পর এক নেতা যেভাবে কংগ্রেস-ত্যাগ করছেন, তাতে আদতে রাহুল গান্ধীদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

Produced bySouradip Samanta | EiSamay.Com 25 May 2022, 2:59 pm

হাইলাইটস

  • কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল
  • কপিল সিব্বলকে নিয়ে গত পাঁচ মাসে পাঁচ নেতা সোনিয়া-রাহুলদের 'হাত' ছেড়েছেন
  • একের পর এক নেতা যেভাবে কংগ্রেস-ত্যাগ করছেন, তাতে আদতে রাহুল গান্ধীদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ
EiSamay.Com sonia rahul
ফাইল ফটো
ক'দিন আগেই উদয়পুরে চিন্তন শিবিরের ঘটা করে আয়োজন করেছিলেন সোনিয়া গান্ধীরা। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের এই চিন্তন শিবিরকে ঘিরে বিস্তর চর্চা চলেছে। আবার, এরপরই মঙ্গলবার চব্বিশের লোকসভা নির্বাচনকে টার্গেট করে 'টাস্ক ফোর্স ২০২৪' তৈরি করেছেন সোনিয়া। কিন্তু, আদৌ কি চব্বিশের মহারণে নিজেকে পুনরুদ্ধার করতে পারবে এই শতাব্দী প্রাচীন দল? এই প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে রাজনীতির অলিন্দে। কংগ্রেস সভানেত্রীর টাস্ক ফোর্স তৈরির পর দিনই সামনে এল সে দলের বর্ষীয়ান নেতা কপিল সিব্বলের দলত্যাগের খবর। সামনে একাধিক রাজ্যে বিধানসভা ভোট। আর ঠিক দু'বছর পরই লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে একের পর এক নেতা যেভাবে কংগ্রেস-ত্যাগ করছেন, তাতে আদতে রাহুল গান্ধীদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ। কপিল সিব্বলকে নিয়ে গত পাঁচ মাসে পাঁচ নেতা সোনিয়া-রাহুলদের 'হাত' ছেড়েছেন।
* কপিল সিব্বল-

দুঁদে আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে কংগ্রেসের সংযোগ বহুদিনের। কিন্তু, গত কয়েকবছরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন যে ধীরে ধীরে তলানিতে এসে পৌঁছেছে তার আঁচ অবশ্য অনেক আগেই পাওয়া গিয়েছিল। জি-২৩ দলের অন্যতম সদস্য ছিলেন সিব্বল। কংগ্রেসের এই 'বিক্ষুব্ধ' নেতা নানা সময় সে দলের সমালোচনায় সরব হয়েছেন।সম্প্রতি উদয়পুরে চিন্তন শিবিরের প্রেক্ষিতে সিব্বল বলেছেন, কংগ্রেস নেতৃত্ব 'কোকিলের দেশে' বাস করছে। শেষমেশ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি দলে যোগ দিলেন সিব্বল।

* সুনীল জাখর-

পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি ছিলেন সুনীল জাখর। সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সমালোচনায় সরব হওয়ায় তাঁকে শো-কজ করা হয়েছিল। চলতি মাসেই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কে শুত্রু আর কে বন্ধু, সেটা সম্পর্কে কংগ্রেস নেতৃত্বের অবগত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেস ছাড়লেন Kapil Sibal, অখিলেশের দলের সমর্থনে যাচ্ছেন রাজ্যসভায়

* হার্দিক প্যাটেল-

গুজরাটে বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়েছেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। সে রাজ্যের কংগ্রেস নেতৃত্বের কার্যত সমালোচনা করে দল ছেড়েছেন হার্দিক। দলত্যাগের পর টুইটারে হার্দিক লেখেন, ''কংগ্রেস থেকে ইস্তফা দিলাম। আমি নিশ্চিত, আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন আমার সতীর্থ ও গুজরাটের মানুষ। আমার বিশ্বাস, এই পদক্ষেপর পর গুজরাটের ভবিষ্যতের জন্য ইতিবাচক কাজ করতে পারব।''

* অশ্বিনী কুমার-

দীর্ঘ চার দশকের সম্পর্ক ছিন্ন করে গত ফেব্রুয়ারিতে কংগ্রেস ছাড়েন প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার। সোনিয়া গান্ধীকে লেখা পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এই পদক্ষেপ তাঁর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, আগামীদিনে কংগ্রেসের ভরাডুবিই তিনি দেখতে পাচ্ছেন।

* আরপিএন সিং-

উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ৩২ বছর ধরে কংগ্রেসে ছিলেন। কিন্তু, দল আর আগের মতো নেই।
লেখকের সম্পর্কে জানুন
Souradip Samanta

পরের খবর