অ্যাপশহর

দেখা গেল রমজানের চাঁদ, রোজা শুরু শনিবার থেকেই...

সারা দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার করোনা লকডাউন। এরই মধ্যে ২৫ এপ্রিল থেকে শুরু হল রমজান মাস। এদিনই প্রথম রোজা রাখবেন ইসলাম ধর্মাবলম্বীরা। এমনটাই জানানো হল লখনউ থেকে...

EiSamay.Com 25 Apr 2020, 8:26 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রমজান মাস শুরু হয় চাঁদ দেখতে পাওয়ার পর। শুক্রবার লখনউ-এ দেখা গেল রমজানের চাঁদ। শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের তরফে তার পরেই জানিয়ে দেওয়া হল রমজান মাসের প্রথম রোজা হবে শনিবার। সাধারণত, প্রতিবছর হয় ২৫ বা ২৬ এপ্রিল থেকে শুরু হয় রমজান মাস।
EiSamay.Com first roza of ramzan starts from Saturday, will continue for one month
এভাবেই চাঁদ দেখা হল লখনউ-এ


সর্ব ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মৌলানা কালবে সাদিক বৃহস্পতিবার একই কথা বলেছিলেন। জ্যোতির্বিদ্যার গণনা ভিত্তিতে সেদিন তিনি এই দাবি করেছিলেন। শুক্রবার সন্ধেবেলায় আইশবাগ ঈদগা থেকে চাঁদ দেখে সুন্নি মারকাজি চাঁদ কমিটির প্রাধান মৌলানা খালিদ রাশিদ ফারাঙ্গি মাহালি ঘোষণা করেন ২৫ এপ্রিল থেকেই শুরু হবে রমজান। একই কথা জানিয়েছেন শিয়া মারকাজি চাঁদ কমিটির প্রধান মৌলানা সৈয়ফ আব্বাস। আজ থেকে টানা একমাস সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত উপোস করে থাকবেন এবং প্রার্থনা করবেন।

যেহেতু এখন সারা দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন, তাই দুই সম্প্রদায়ের প্রধানরাই বার বার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানিয়েছেন এবছর বাড়ি থেকেই রমজানের নামাজ পাঠ করতে। অনুরোধ করেছেন তাঁরা যেন কোথাও কোনও জমায়েত না করেন।

পরের খবর