অ্যাপশহর

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আগুন, ছাই উত্তরপত্র

শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে।

EiSamay.Com 5 Jun 2018, 8:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে হায়দরাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটির 'ডিগ্রি স্পট ভ্যালুয়েশন সেন্টার'-এ অগ্নিকাণ্ডের জেরে সম্প্রতি নেওয়া পরীক্ষার উত্তরপত্র ছাই হয়ে গিয়েছে। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com Fire


স্থানীয় মানুষজন ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মীর নজরে পড়লে, তাঁরাই প্রথম ফোন করে অগ্নিপ্রতিরোধ দপ্তরে খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। দমকলের ইঞ্জিন এসে তত্‍‌পরতার সঙ্গে আগুন নেভালেও, ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের ওই কেন্দ্রে থাকা উত্তরপত্রগুলিকে আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পরিদর্শনে যান ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রামাচন্দ্রম। সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্তারাও ছিলেন। সূত্রের খবর, সম্প্রতি ডিগ্রি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়েছিল। তারই উত্তরপত্র রাখা ছিল। অগ্নিকাণ্ডে সেসব ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও উপাচার্যের দাবি, সব নয়, কয়েক'টি উত্তরপত্র নষ্ট হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল