অ্যাপশহর

মাঝ সমুদ্রে ভেসেলে আগুন, উদ্ধার ১৮ নাবিক

মাঝ সমুদ্রে ONGC ভেসেলে (ONGC Vessel) অগ্নিকাণ্ড। গ্রেটশিপ রোহিনী (Greatship Rohini) নামে ভেসেলটির ইঞ্জিনে আগুন লেগে যায়। ধোঁয়ায় আটকে পড়েন ভেসেল ১৮ জন ক্রু। উপকূলরক্ষী বাহিনীর ভেসেলের সাহায্যে উদ্ধারকাজ সম্পন্ন হয়।

EiSamay.Com 14 Feb 2021, 1:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মাঝ সমুদ্রে ভেসেলের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ আরব সাগরে ভাসমান ONGC-র গ্রেটশিপ রোহিনী ভেসেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেসেলে আটকে পড়া ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
EiSamay.Com vessel
মাঝ সমুদ্রে ভেসেলে অগ্নিকাণ্ড।


চলছে উদ্ধারকাজ।

মাঝ সমুদ্রে ভেসেল অগ্নিকাণ্ড।


DG শিপিং অমিতাভ কুমার বলেন, 'ভেসেলের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও গোটা ইঞ্জিন রুম ধোঁয়ায় ভরে গিয়েছিল। তবে কুলিং প্রসেস শুরু করে দেওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে।'

চলছে উদ্ধারকাজ।


গুরবিন্দর সিং নামে এক অফিসারকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মুম্বইতে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ভেসেল আটকে পড়া নাবিকদের উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনীর একাধিক ভেসেল। এছাড়া তাদের একটি বিমানও উদ্ধারকাজে সহায়তা করে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর