অ্যাপশহর

রেপ ভিক্টিমের নাম বলে বিপাকে মহিলা কমিশন প্রধান

সরকারি বিবৃতিতে ধর্ষিতার নাম উল্লেখ করার কারণে দিল্লি মহিলা কমিশন প্রধান স্বাতী মালিওয়ালের নামে এফআইআর দায়ের হল।

EiSamay.Com 26 Jul 2016, 6:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সরকারি বিবৃতিতে ধর্ষিতার নাম উল্লেখ করার কারণে দিল্লি মহিলা কমিশন প্রধান স্বাতী মালিওয়ালের নামে এফআইআর দায়ের হল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
EiSamay.Com fir lodged against dcw chief for revealing name of rape victim
রেপ ভিক্টিমের নাম বলে বিপাকে মহিলা কমিশন প্রধান


পুলিশ ও সংবাদমাধ্যমের কাছে ধর্ষণকাণ্ডে নিগৃহীতা দলিত কিশোরীর নাম ফাঁস করে বিপাকে পড়লেন দিল্লি মহিলা কমিশন প্রধান স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশ জানিয়েছে, কমিশনের তরফে থানার আধিকারিক এবং সংবাদমাধ্যমকে পাঠানো নোটিসে বছর চোদ্দর মেয়েটির নাম উল্লেখ করা হয়েছে।

দলিত কিশোরীকে ধর্ষণের জেরে পুলিশ কোনও পদক্ষেপ করছে না, এই অভিযোগ জানিয়ে গত ২৩ জুলাই মহিলা কমিশন প্রধানের সই করা নোটিসটি থানায় পৌঁছয়। পাশাপাশি নোটিসটি একাধিক হোয়াট্‌সঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হয়। নোটিসে জানানো হয়, ওই কিশোরীকে একাধিক বার ধর্ষণ করা হয় এবং তাকে ক্ষারযুক্ত পানীয় গ্রহণে বাধ্য করার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের প্রবল ক্ষতি হয়।

এর আগে গত ১৫ মে এফআইআর দায়ের করে নিগৃহীতার পরিবার জানায়, ঘটনার কথা পুলিশে জানানোর ফলে দুষ্কৃতীরা তাঁদের হত্যার হুমকি দিচ্ছে। গত ২৪ জুলাই হাসপাতালে ধর্ষিতা দলিত কিশোরীর মৃত্যু হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল