অ্যাপশহর

সৌজন্য সাক্ষাত্‍ ! প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে নির্মলা সীতারমন

গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম বাজেট পেশের সময়ে আর সংসদের আসনে দেখা যাবে না ৮৬ বছরের মনমোহন সিং-কে। টানা তিন দশক রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

EiSamay.Com 27 Jun 2019, 2:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ৫ জুলাই অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। তার আগে অগ্রজের সঙ্গে সাক্ষাত্‍ করে সৌজন্যের নজির গড়লেন তিনি।
EiSamay.Com finance minister nirmala sitharaman meets former pm manmohan singh
সৌজন্য সাক্ষাত্‍ !


নরসিমহা রাও-এর সরকারে অর্থমন্ত্রী থাকাকালীন ১৯৯১ সালে ড. মনমোহন সিং প্রথম সাড়া জাগানো ইকনমিক রিফর্ম নিয়ে আসেন। গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম বাজেট পেশের সময়ে আর সংসদের আসনে দেখা যাবে না ৮৬ বছরের মনমোহন সিং-কে। টানা তিন দশক রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জুন মাসের গোড়াতেই সেই মেয়াদ শেষ হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল মোদী সরকার। সেই সময়ে উপস্থিত ছিলেন মনমোহন সিং এবং বাজেট শেষে বলেছিলেন এটি সম্পূর্ণ ‘নির্বাচনী বাজেট’ ছিল।

২০১৮ সালের ডিসেম্বর মাসে তাঁর লেখা বই Changing India প্রকাশের পর মনমোহন সিং বলেছিলেন ‘আমি শুধুমাত্র ভারতের অ্যাক্সিডেন্টার প্রাইম মিনিস্টারই ছিলাম না, অ্যাক্সিডেন্টাল ফিন্যান্স মিনিস্টারও ছিলাম। ’

পরের খবর