অ্যাপশহর

স্কুলের ব্যাগটা বড্ড ভারী, অনশনের হুমকি কচিকাঁচাদের

সাংবাদিক বৈঠক ডাকল সপ্তম শ্রেণির দুই ছাত্র। বই-খাতা ঠাসা ভারী ব্যাগ বয়ে রোজ স্কুলে যাতায়াত যে অসহনীয়, সেই কথা জানাতেই তাদের এই উদ্যোগ।

EiSamay.Com 23 Aug 2016, 4:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিদিন ওজন বাড়ছে স্কুলব্যাগের। প্রতিকার চেয়ে সাংবাদিক বৈঠক ডাকল সপ্তম শ্রেণির দুই ছাত্র। বই-খাতা ঠাসা ভারী ব্যাগ বয়ে রোজ স্কুলে যাতায়াত যে অসহনীয়, সেই কথা জানাতেই তাদের এই উদ্যোগ।
EiSamay.Com fed up with heavy school bags 2 students hold press meet to narrate woes
স্কুলের ব্যাগটা বড্ড ভারী, অনশনের হুমকি কচিকাঁচাদের


সোমবার প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের চমকে দিয়ে তাঁদের মুকোমুখি হল মহারাষ্ট্রের চন্দ্রপুরের বিদ্যা নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির দুই পড়ুয়া। দু'জনের কাঁই ছেল ৫-৭ কেজি ওজনের স্কুলব্যাগ। প্রতিদিন স্কুল যাতায়াতের সময় কী অপরিসীম পরিশ্রম তাদের করতে হয়, সেই কথা জানাতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তারা। বছর বারোর দুই কিশোর জানায়, 'আমরা প্রতিদিন অন্তত আটটি বিষয়ের জন্য ১৬টি বই এবং তার জন্য প্রয়োজনীয় খাতা-কলম-পেন্সিল ইত্যাদি বয়ে তিন তলার ক্লাসরুমে উঠি। কোনও কোনও দিন বইয়ের সংখ্যা বেড়ে ১৮ বা ২০টিও হয়ে যায়।'

তারা জানিয়েছে, 'এই সমস্যার কথা জানিয়ে স্কুলের অধ্যক্ষকে আমরা বার দুয়েক চিঠি দিয়েছি, যাতে স্কুলব্যাগের ওজন কমানো হয়। কিন্তু তার কোনও উত্তর পাইনি।' তাদের বক্তব্য, কিথু কিছু ক্ষেত্রে বাবা-মায়েরা ছেলেমেয়েদের স্কুলব্যাগ বয়ে দিলেও বেশির ভাগ পড়ুয়াকেই নিজের ব্যাগ বহন করতে হয়।

বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুলব্যাগের ওজন কমাতে এর আগে বিজ্ঞপ্তি জারি করে মহারাষ্ট্র সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই ব্যাপারে নিযুক্ত কমিটির সুপারিশ মেনে ছাত্রদের স্কুলব্যাগের ওজন কমাতে হবে। স্কুলের অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির ওপরেই ব্যাগের ওজন কমানোর ব্যাপারে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে আদালতকে জানানো হয়েছে। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট অধ্যক্ষ বা স্কুল পরিচালনা কমিটির কর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথাও নির্দেশে ব্যাখ্যা করা হয়েছে। সরকারি কৌঁসুলির দাবি, মহারাষ্ট্রে বর্তমানে ১.০৬ লক্ষ স্কুল রয়েছে যাদের ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ছাত্ররা কি ওই বিজ্ঞপ্তি সম্পর্কে সচেতন? সাংবাদিক বৈঠকে দুই কিশোর জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি সম্পর্কে তাদের ধারণা নেই। উল্টে তারা নিজেরাই সমস্যার কয়েকটি সমাধানসূত্রের উল্লেখ করেছে। তাদের মতে, প্রতিদিন স্কুলে ব্যবহৃত খাতাগুলি যাতে স্কুলেই রাখা যায়, তার ব্যবস্থা করা হোক।

ছাত্রদের দাবি, 'প্রতিদিন গড়ে ৮টি পিরিয়ড থাকে, যার জন্য আমাদের প্রতিটি বিষয়ের পাঠ্যবই নিয়ে যাওয়া আবশ্যিক। এছাড়া সপ্তাহের কয়েক দিন বাড়তি বইও নিয়ে যেতে হয়। এর ফলে ব্যাগের ওজন মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়।'

তাদের মতে, পড়ুয়াদের দাবিগুলি যথাযথ এবং তার জানানোর কারণে তাদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা উচিত হবে না। তারা জানিয়েছে, দাবি না মানা হলে পড়ুয়ারা অনশন ধর্মঘটে বসবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল