অ্যাপশহর

নতুন গাড়ি কিনলেই বসাতে হবে FASTag ডিভাইস

প্রতিটি নতুন ফোর হুইলারে থাকছে FASTag ডিভাইস, যার মাধ্যমে সরাসরি টোল ট্যাক্স দেওয়া যাবে।

EiSamay.Com 2 Nov 2017, 10:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টোল প্লাজার লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দিন এবার শেষ। সরকারি নির্দেশ মেনে প্রতিটি নতুন ফোর হুইলারে থাকছে FASTag ডিভাইস, যার মাধ্যমে সরাসরি টোল ট্যাক্স দেওয়া যাবে।
EiSamay.Com fastag mandatory for all new 4 wheelers from december says road ministry
নতুন গাড়ি কিনলেই বসাতে হবে FASTag ডিভাইস


১ ডিসেম্বর থেকে নতুন চার চাকার গাড়ির উইন্ডস্ক্রিনে FASTag ডিভাইস বসানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। এই যন্ত্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি, যার সাহায্যে প্রিপেড বা সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করে টোল ট্যাক্স দেওয়া যাবে। এর ফলে টোল প্লাজায় কর দেওয়ার জন্য থামার প্রয়োজন হবে না। যন্ত্রটি গাড়ির উইন্ডস্ক্রিনে বসানো থাকবে বলে মন্ত্রক সূত্রে খবর।

১৯৮৯ সালের সংশোধিত কেন্দ্রীয় মোটর ভেহিকল্স আইন অনুসারে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ অনুযায়ী, গাড়ি কেনার পরে তা নথিভুক্ত করার আগেই উইন্ডস্ক্রিনে FASTag ডিভাইস বসাতে হবে। জানা গিয়েছে, এই যন্ত্র ট্যাগ অনুমোদনকারী সংস্থার থেকে কিনতে হবে এবং তার সঙ্গে গাড়ির মালিকের প্রিপেড অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। প্রয়োজন অনুসারে ট্যাগটি রিচার্জ বা টপ আপ করা যাবে।

বর্তমানে দেশের জাতীয় সড়কগুলিতে মোট ৩৭০টি টোল প্লাজায় FASTag কাজ করছে। জাতীয় বৈদ্যুতিন টোল সংগ্রহ প্রকল্পের (NETC) অধীনে থাকা প্রতিটি টোল প্লাজায় একই ট্যাগ রিচার্জ বা টপ আপ করে ব্যবহার করা যাবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল