অ্যাপশহর

কৃষি বিলের প্রতিবাদ! ১ অক্টোবর থেকে লাগাতার রেল রোকো পঞ্জাবের চাষিদের

কৃষি বিলের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো কর্মসুচি গ্রহণ করলেন পঞ্জাবের কৃষকরা। কৃষকদের ৩১টি সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ২৪ থেকে ২৬ সেপ্টেম্বরও রেল রোকো করবে বলে ঘোষণা করেছে।

EiSamay.Com 24 Sep 2020, 4:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো কর্মসুচি গ্রহণ করলেন পঞ্জাবের কৃষকরা। কৃষকদের ৩১টি সংগঠন মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তারা ২৪ থেকে ২৬ সেপ্টেম্বরও রেল রোকো করবে বলে ঘোষণা করেছে। আগাম ব্যবস্থা নিয়ে ওই তিনদিন বেশকিছু ট্রেন বাতিল করেছে নর্দার্ন রেলওয়ে। ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি ট্রেনের রুট।
EiSamay.Com farm bills protest: punjab farmers announce indefinite rail roko from oct 1
ফাইল ছবি।


ফিরোজপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজেশ আগরওয়াল জানিয়েছেন, কৃষকদের রেল রোকো কর্মসুচি থাকায় সব স্পেশ্যাল ট্রেন ওই তিন দিন বাতিল করা হয়েছে। তিনি বিবৃতি দিয়ে জানান, 'আমাদের সম্পত্তি রক্ষার জন্য এবং যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে এই তিনদিন ফিরোজপুর ডিভিশন দিয়ে চলা সব যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভোর ৬ টা থেকেই এই নির্দেশ কার্যকরী হবে। পরিস্থিতি বুঝে মালগাড়ির গতিবিধি ঠিক করা হবে।' বর্তমানে রোজ পঞ্জাবে ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন চলছে।

এ দিকে, পঞ্জাবের সব কৃষক সংগঠন মিলে কিষাণ সংঘর্ষ কমিটি নামে একটি যৌথ কমিটি গঠন করেছে। গ্রামে কোনও বিজেপি জনপ্রতিনিধিদের ঢুকতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের সংগঠন। কৃষি বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করার জন্য গ্রাম সভার কাছে তাঁরা আবেদনও করেছেন। এ জন্য় একটি বৈঠকেরও আয়োজন করা হয়েছে।

গত মঙ্গলবার অকালি দল ঘোষণা করেছিল যে, তারা ২৫ তারিখ চাক্কা জ্যাম কর্মসুচি নেবে। একই দিনে চাক্কা জ্যাম রাখায় অকালি দলের বিরুদ্ধে তোপ দেগেছে কৃষকদের যৌথ কমিটি। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তারা রাজ্যপালের কাছে একটি স্মারকলিপিও দিয়ে আসা হবে বলে তারা ঠিক করেছে। সংঘর্ষ কমিটির থেকে বলা হয়েছে, 'একই দিনে চাক্কা জ্যাম ডাকায় অকালি দলের সিদ্ধান্তের সমালোচনা করছি। তাদের জন্যই আমরা পঞ্জাব বন্‍‌ধের কর্মসুচি প্রত্যাহার করে নিয়েছিলাম।' এর আগে কৃষকদের সংগঠন ২৫ সেপ্টেম্বর কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব বন্‌ধের ডাক দিয়েছিল। পরে তারা সেই কর্মসুচি প্রত্যাহার করে নেয়।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর