অ্যাপশহর

ভুয়ো SBI ব্রাঞ্চ তিন মাস ধরে সচল, ভিড় গ্রাহকদেরও! পর্দাফাঁসে জালে ব্যাংককর্মীরই ছেলে...

তামিলনাড়ুতে স্টেট ব্যাংকের একটি ভুয়ো শাখার পর্দাফাঁস করল পুলিশ। তিন মাস ধরে এই ভুয়ো শাখাটি চলছিল। এই ঘটনায় ধৃত ৩ জনের মধ্যে ১ জন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ছেলে।

EiSamay.Com 11 Jul 2020, 10:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেখতে আর পাঁচটা ভারতীয় স্টেট ব্যাংকের শাখার মতোই। বাইরে বড় বড় সাইন বোর্ড। ভিতরে ব্যাংকের মতোই সমস্ত ব্য়বস্থা। কর্মীরা কাজ করছেন। আদপে সেটা নাকি ব্যাংক নয়! ব্যাংকের লোগো ব্যবহার করে সেখানে মানুষকে ঠকানোর জাল পেতেছিল প্রতারকরা! এমনই একটি ভারতীয় স্টেট ব্যাংকের ভুয়ো শাখার সন্ধান পেল পুলিশ। তামিলনাড়ুর ঘটনা। জানা গিয়েছে, গত ৩ মাস থেকে ব্যাংকের ওই ভুয়ো শাখাটি চলছিল। বিষয়টি নজরে আসার পরে SBI-এর তরফে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। অভিযোগ পেয়ে শুক্রবার ব্যাংকের ওই ভুয়ো শাখাটিতে হানা দেয় পুলিশের একটি দল। সেটি সিল করে দেওয়া হয়েছে।
EiSamay.Com sbi 1
প্রতীকী ছবি


এই জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন ব্যাংকের এক প্রাক্তন কর্মীর ছেলে। তার বাবা ব্যাংকে প্রাক্তন কর্মী হওয়ার সুবাদে বছরের পর বছর নিয়মিত ব্যাংকে যাতায়াত ছিল তার। ফলে ব্যাংকে কীভাবে কাজ হয়, তাও নখদর্পণে ছিল তার। এই অভিজ্ঞতাকে প্রতারণার কাজে লাগিয়েছিল ওই ধৃত ব্যক্তি। তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুত্তি এলাকায়। যদিও পুলিশের দাবি, এখানে টাকা রেখে প্রতারণার কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি।

নাম প্রকাশে অনিচ্ছুক SBI-এর এক কর্তা জানিয়েছেন, ওই শহরের অন্য একটি SBI শাখা থেকে প্রথম এই ভুয়ো শাখাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর যায়। এর পরে শুরু হয় তদন্ত। যার ভিত্তিতে ভুয়ো শাখা চালানোর অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। এর পরে পুলিশ গিয়ে শাখাটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৭৩, ৪৬৯, ৪৮৪ এবং ১০৯ শাখায় অভিযোগ আনা হয়েছে।

যদিও এই ঘটনায় এখনও কোনও গ্রাহক অভিযোগ দায়ের করেনি। জানা গিয়েছে, মূল অভিযুক্ত বছর উনিশের ওই যুবকের মানুষকে প্রতারণার কোনও উদ্দেশ্য ছিল না। নিজের ব্যাংক খুলতে চেয়েছিল সে।

পরের খবর