অ্যাপশহর

'রাজ্যসভা থেকে অবিলম্বে তাড়ানো হোক মালিয়াকে'

বিজয় মালিয়াকে রাজ্যসভা থেকে বহিস্কার করার প্রস্তাব দিল রাজ্যসভার এথিকস কমিটি। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রস্তাব কার্যকর করার কথা বলেছে করণ সিং-এর নেতৃত্বাধীন এথিকস কমিটি।

EiSamay.Com 4 May 2016, 4:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিজয় মালিয়াকে রাজ্যসভা থেকে বহিস্কার করার প্রস্তাব দিল রাজ্যসভার এথিকস কমিটি। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রস্তাব কার্যকর করার কথা বলেছে করণ সিং-এর নেতৃত্বাধীন এথিকস কমিটি। এর ফলে দেশের সাধারণ মানুষের সংসদের উপর আস্থা জন্মাবে বলে আশা করেছে কমিটি। ঋণখেলাপী বিজয় মালিয়ার আচরণ একজন সাংসদের উপযুক্ত নয় বলে জানিয়েছে এথিকস কমিটি।
EiSamay.Com expel vijay mallya from rajya sabha with immediate effect ethics committee
'রাজ্যসভা থেকে অবিলম্বে তাড়ানো হোক মালিয়াকে'


এথিকস কমিটির প্রস্তাবিত এই রিপোর্টের উপর এবার সংসদের উচ্চকক্ষে বিবেচনা করা হবে। মোট ১৭টি ব্যাঙ্কের ৯,০০০ কোটি টাকা বাকি রেখে দেশ ছেড়েছেন মালিয়া। গত ২ মার্চ গোপনে দেশত্যাগ করেন তিনি। বর্তমানে ইউকে-তে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পরপর তিন বার তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফে সমন পাঠানো হলেও কোনও উত্তর না আসায় মালিয়া ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল