অ্যাপশহর

বিজেপি ছেড়ে কংগ্রেসে কীর্তি আজাদ

দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অনিয়ম নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় ২০১৫ সালেই দলের শাস্তির মুখে পড়েন কীর্তি আজাদ। বিদ্রোহী সাংসদকে সাসপেন্ড করে বিজেপি নেতৃত্ব।

EiSamay.Com 18 Feb 2019, 7:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ কীর্তি আজাদ সোমবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন। বিজেপি আগেই সাসপেন্ড করেছিল কীর্তি আজাদকে। দলীয় উত্তরীয় পরিয়ে কীর্তিকে কংগ্রেস অভ্যথর্না জানান সভাপতি রাহুল গান্ধী।
EiSamay.Com Azad


দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অনিয়ম নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় ২০১৫ সালেই দলের শাস্তির মুখে পড়েন কীর্তি আজাদ। বিদ্রোহী সাংসদকে সাসপেন্ড করে বিজেপি নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই দলে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। যে কারণে জল্পনা ছিলই দলবদল করতে পারেন ১৯৮৩-র বিশ্বকাপ-জয়ী দলের সদস্য।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল