অ্যাপশহর

যোগীরাজ্যে BTech ছাত্র খুনে ধৃত প্রাক্তন বিধায়ক-পুত্র

আমন একটি বেসরকারি কলেজের ছাত্র। তাকে জেরা করে, এই খুনে জড়িত বাকিদের ধরতে তত্‍‌পর পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুধবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে দু-জনের মধ্যে তুমুল বচসা হয়। তার জেরেই প্রশান্তকে খুনের ষড়যন্ত্র করে সে। সেইমতোই সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তায় প্রশান্তর উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।

EiSamay.Com 21 Feb 2020, 11:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লখনউয়ের রাস্তায় ইঞ্জিনিয়ারিং ছাত্র খুনের ঘটনায় বহুজন সমাজপার্টি (বিএসপি)-র এক নেতার ছেলেকে শুক্রবার গ্রেফতার করল যোগীর পুলিশ। ধৃতের নাম আমন বাহাদুর। আমনের বাবা বিএসপির প্রাক্তন বিধায়ক সমীর বাহাদুর।
EiSamay.Com cctv-video-1582264531-1582270519


বৃহস্পতিবার লখনউয়ের গোমতি নগর ভিসতারা এলাকায় ধারালো ছোরায় এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় বছর তেইশের বি টেক ছাত্র প্রশান্ত সিংকে। কয়েক জন রাস্তার মধ্যে ঘিরে ধরে, খুন করে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে। গোটা ঘটনা ধরা পড়ে সেখানকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজের সূত্র ধরেই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমন বাহাদুরকে ধরে ফেলে পুলিশ।

আমন একটি বেসরকারি কলেজের ছাত্র। তাকে জেরা করে, এই খুনে জড়িত বাকিদের ধরতে তত্‍‌পর পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুধবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে দু-জনের মধ্যে তুমুল বচসা হয়। তার জেরেই প্রশান্তকে খুনের ষড়যন্ত্র করে সে। সেইমতোই সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তায় প্রশান্তর উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।

ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার জানান, বুধবার বিকেল ৩টে নাগাদ লখনউয়ের পশ এলাকায় অলকানন্দা অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রশান্ত। সেই অ্যাপার্টমেন্টের গেটের সামনে আগে থেকেই অপেক্ষা করছিল ১০-১২ জন। প্রশান্ত এসইউভি নিয়ে সেখানে পৌঁছতেই, তাঁকে গাড়ি থেকে জোর করে টেনে নামানো হয়। এর পর ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের বুকে এলোপাথাড়ি তারা ছুরি মারে। প্রশান্ত ওই অবস্থায় অ্যাপার্টমেন্টের চৌহদ্দিতে ঢুকে পড়েন। পালিয়ে যায় হামলাকারীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্‍‌সা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পরের খবর