অ্যাপশহর

সোপোরে সেনা-সন্ত্রাসবাদী এনকাউন্টার, আটক ৩ জঙ্গি

সারা দেশে চলছে লকডাউন। জম্মু-কাশ্মীরের রাস্তাঘাটের প্রাণের চিহ্ন নেই। কেউ যাতে লকডাউনের নিয়ম ভেঙে বাড়ি থেকে বেরোতে না পারেন, তার জন্যে চলছে কড়া নজরদারি...

EiSamay.Com 8 Apr 2020, 8:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনে সারা দেশ স্তব্ধ হয়ে গেলেও কাশ্মীর উপত্যকায় বন্ধ হবে না গুলির শব্দ। বুধবার সকালে ফের একবার উত্তর কাশ্মীরের সোপোর শহরে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হল গুলির লড়াই।
EiSamay.Com Encounter between security forces and militants in north Kashmir’s Sopore at least 3 terrorists trapped
সোপোরে এনকাউন্টার



নিরাপত্তা আধিকারিকদের মতে, একটি বাড়ির মধ্যে আটকে পড়েছে দু’-তিন জন আতঙ্কবাদী। সেই বাড়িটি চারদিক থেকে ঘিরে রেখে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকেই সোপোর শহরের গুলাবাগ অঞ্চলে তল্লাসি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ওই এলাকা থেকে বেরোনোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনওভাবেই সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে না পারে।

এই অঞ্চলে মঙ্গলবার রাত থেকেই মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত চার-পাঁচ দিনে এটি তৃতীয়বার সেনা-সন্ত্রাসবাদী সংঘর্ষ। তারই মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষ, যেখানে শহিদ হন পাঁচ জওয়ানের এবং মেরে ফেলা হয় পাঁচ আতঙ্কবাদীকে।

পরের খবর