অ্যাপশহর

করোনা আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ় দম্পতি

ধরেই নিয়েছিলেন করোনায় আক্রান্ত। ফলে সস্ত্রীক আত্মহত্যার পথ বেছে নেন। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার হয়। চোখে পড়ে একটি সুইসাইড নোট। তাতে লেখা করোনায় আক্রান্ত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু, পরীক্ষায় করোনার ক-ও মেলেনি।

EiSamay.Com 4 Apr 2020, 6:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শরীরে নাই বা থাক, মনের কোনায় বাসা বেঁধেছে করোনা। লকডাউনে ঘরবন্দি থেকেও কানের কাছে করোনা-করোনা। টিভির খবরে করোনা। ব্রেকে বিজ্ঞাপনেও করোনা। মোবাইলে ফোন করতে গেলে-- করোনা। বাজারে গেলে নাক-মুখ ঢাকা মাস্কে, হাতের গ্লাভসে-- করোনা। না স্বতি ঘরে, না বাইরে। সারাক্ষণ সংক্রমণের ভয়। হাঁচতে-কাশতে ভয়। জ্বর-জ্বালায় ভয়। এই কোয়ারানটিন। এই বুঝি আইসোলেশনে। মরলে আবার শ্মশানেও ঠাঁই হবে না। সর্বক্ষণ এই ভয়ের বাতাবরণে থেকে আত্মহত্যা করে ফেললেন এক প্রৌঢ় দম্পতি। মানসিক চাপ নিতে পারেননি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে।
EiSamay.Com Capture


সাথিয়াললা গ্রামের বাড়ি থেকে শুক্রবার ওই দম্পতির দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম বলবিন্দর সিং (৫৭) ও গুরজিন্দর কৌর (৫৫)। নিজেদের করোনায় আক্রান্ত বলে ধরেই নিয়েছিলেন মধ্যবয়সি ওই দম্পতি। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বাবা বাকালা সিং জানান, ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা, করোনাভাইরাসের কারণে নিজেদের জীবন তাঁরা শেষ করে দিচ্ছেন। এই মৃত্যুর পিছনে আর কারও প্ররোচনা নেই।

ডিএসপি জানান, মৃত দম্পতির প্রাথমিক পরীক্ষায় করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দম্পতিকে কেউ ভুলে বুঝিয়েছিল কি না, তা-ও দেখা হচ্ছে।গোটা পঞ্জাবে এখনও পর্যন্ত ৫৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে অমৃতসর ও জলন্ধরে করোনা পজিটিভ ৫ জন করে, মোহালিতে আক্রান্ত ১২, হোশিয়ারপুরে ৭, লুধিয়ানা ও পাতিয়ালায় ৪ জন করে, এবং ১৯ জন আক্রান্ত নবাংশহরে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল