অ্যাপশহর

শপথগ্রহণ পালানিস্বামীর, তখ্‌তে টিম শশিকলা

পালানিস্বামীর পর রাজভবনে একে-একে শপথ নেন শশিকলার সমর্থক ৩০ জন মন্ত্রী।

EiSamay.Com 16 Feb 2017, 7:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইকে পালানিস্বামী। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। পালানিস্বামীর পর রাজভবনে একে-একে শপথ নেন শশিকলার সমর্থক ৩০ জন মন্ত্রী। গত বছর মে মাসের নির্বাচনে জিতে AIADMK ক্ষমতায় আসার পর থেকে গত ১০ মাসে এই নিয়ে তৃতীয়বার শপথগ্রহণ হল মন্ত্রীদের।
EiSamay.Com edappadi palaniswami ministry takes oath in tamil nadu
শপথগ্রহণ পালানিস্বামীর, তখ্‌তে টিম শশিকলা


পালানিস্বামী স্বরাষ্ট্র, PWD হাইওয়ে, সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ মন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। এই মন্ত্রিসভায় একমাত্র নতুন মুখ কেএ সেঙ্গোট্টাইয়া। পন্নিরের মন্ত্রিসভার স্কুলশিক্ষামন্ত্রী কে পাণ্ডিয়ারাজনকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে সেঙ্গোট্টাইয়াকে। এই পাণ্ডিয়ারাজনই হলেন একমাত্র মন্ত্রী যিনি পন্নিরের শিবিরে যোগ দিয়েছিলেন। এদিন মেরিনা বিচে জয়ললিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান পালানিস্বামী ও জয়াম্মার ভাইপো টিটিভি ধিনাকরণ। আপাতত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও, ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই স্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন হবেন শশিকলার ঘনিষ্ঠ পালানিস্বামী।

পালানিস্বামী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ও পন্নিরসেলভামের বাড়িতে। তা সত্ত্বেও, তাঁর বাড়ির সামনেই সংঘর্ষে লিপ্ত হয়েছেন পন্নির ও পালানিস্বামী শিবিরের সমর্থকরা।

#Edappadi K Palaniswami was sworn in as the 13th Chief Minister of Tamil Nadu on Thursday by Governor C Vidyasagar Rao.Palaniswami took oath first, followed by 30 ministers in four batches. The swearing in ceremony was held at Raj Bhavan around 4.30pm.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল