অ্যাপশহর

বন্ধ প্লাস্টিক কাপ, ভাঁড়ই চালু রেলে

নয়াদিল্লিতে রেল মন্ত্রক সূত্রের খবর, রেল স্টেশনে আসা যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্লাস্টিকের কাপ বা গ্লাসের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক৷ একইসঙ্গে জড়িত রয়েছে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত কুটির শিল্পের সঙ্গে সংযুক্ত অগণিত শ্রমিকের স্বার্থ সুরক্ষার বিষয়টিও৷

Ei Samay 30 Nov 2020, 11:29 am
এই সময়, নয়াদিল্লি: এ বার থেকে দেশের সব রেল স্টেশনে বাধ্যতামূলক ভাবে ব্যবহার করা হবে মাটির ভাঁড় বা কুলহার৷ এত দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত রেল স্টেশনগুলিতে প্লাস্টিকের কাপ বা গ্লাস ব্যবহারের রেওয়াজ থাকলেও, এবার থেকে তা নিষিদ্ধ করা হচ্ছে৷ তার পরিবর্তে এবার দেশের সর্বত্র রেল স্টেশনগুলিতে ব্যবহার করা হবে মাটির ভাঁড় বা কুলহার, রবিবার টুইট করে জানিয়েছেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল৷
EiSamay.Com Eco-friendly kulhads
মাটির ভাঁড়ে গরম চা।


তিনি টুইট করেন, 'স্টেশনে মাটির ভাঁড় পাওয়া যেত চা৷ পরে তার দখল নিল প্লাস্টিকের কাপ৷ খাদি ভিলেজ কমিশন ও রেল মন্ত্রক যৌথভাবে কাজ করেছে, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ৪০০টি স্টেশনে এখন মাটির ভাঁড়ে চা পাওয়া যায়৷ পরিকল্পনা করা হয়েছে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার, এই প্রকল্পে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে ভারতীয় রেলের৷' তাঁর বক্তব্যের মধ্যেই পরিষ্কার হয়েছে রেলের ভাবনা, যেখানে দেশের সর্বত্র স্টেশনগুলিতে প্লাস্টিকের কাপ বা গ্লাসের ব্যবহার নিষিদ্ধ করে মাটির ভাঁড় চালু করার কথা বলা হচ্ছে৷ যদিও মাটির ভাঁড় ব্যবহারের প্রস্তাব এই নতুন নয়, লালুপ্রসাদ যাদব যখন রেলমন্ত্রী, তিনি প্লাস্টিকের কাপের বদলে মাটির ভাঁড় ব্যবহার চালু করেছিলেন।

নয়াদিল্লিতে রেল মন্ত্রক সূত্রের খবর, রেল স্টেশনে আসা যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্লাস্টিকের কাপ বা গ্লাসের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক৷ একইসঙ্গে জড়িত রয়েছে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত কুটির শিল্পের সঙ্গে সংযুক্ত অগণিত শ্রমিকের স্বার্থ সুরক্ষার বিষয়টিও৷ প্লাস্টিকের কাপে বা গ্লাসে করে গরম দুধ বা চা খেলে প্লাস্টিকের ক্ষতিকারক অংশ মানবদেহে প্রবেশের সম্ভাবনা অনেক বেশি থাকে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতার কথা মাথায় রেখেই এ বার বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের সব থেকে বড় ও প্রভাবশালী গণ পরিবহণ মাধ্যম৷ দিল্লিতে রেল মন্ত্রক সূত্রের দাবি, চলতি আর্থিক বছরের মধ্যেই দেশের সব রেল স্টেশনে মাটির ভাঁড়ের ব্যবহার শুরু করার চেষ্টা হবে৷

ঘটনা হল, প্লাস্টিকের পরিবর্তে মাটির ভাঁড় ব্যবহার করতে গিয়ে গ্রাহককে অতিরিক্ত টাকা গুণতে হবে কি না সেই বিষয়ে রেল মন্ত্রক অবশ্য এখনই কোনও মন্তব্য করতে নারাজ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রকের এক উচ্চপদস্থ আমলা বলেন, 'স্বাস্থ্য সচেতনতার বিষয়টি অনেক বড়৷ স্থান-কাল-পাত্র নির্বিশেষে এটা প্রযোজ্য৷ ক্ষতিকারক প্লাস্টিক কাপের পরিবর্তে যদি মাটির ভাঁড় ব্যবহার করতে গিয়ে জন্য সামান্য কিছু পয়সা বেশি দিতে হয়, মনে হয় কেউ আপত্তি করবেন না৷'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-https://telegram.me/EisamayNews

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল