অ্যাপশহর

Durga Puja Puri: দুর্গাপুজোয় গন্তব্য পুরী? বৃষ্টিতে ভেসে যেতে পারে আপনার সাধের ছুটি

Durga Puja Best Destination বাঙালির ঘোরার তালিকায় শীর্ষে 'দীপুদা'। চার-পাঁচদিনের ছুটি কাটাতে বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরী। শীত-গ্রীষ্ম হোক বা বর্ষা, দুর্গা পুজো বা বছর শেষের উৎসব। সমুদ্রের বালুকাবেলায় নামে পর্যটকদের ঢল। পুজোর পাঁচদিন কেমন থাকবে সেখানকার আবহাওয়া দেখে নিন...

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 27 Sep 2022, 9:09 pm
১২ মাসে তেরো পার্বণে মেতে ওঠা বাঙালির হাওয়া বদলের প্রিয় জায়গাই হল পুরী (Puri)। যৌবনে মধুচন্দ্রিমা হোক বা বার্ধক্যে তীর্থ, সব সময় ঘুরতে যাওয়ার তালিকায় শীর্ষ স্থানে থাকে ওড়িশার এই পর্যটনস্থল। দুর্গাপুজোতেও (Durga Puja) ভিড়ভাট্টা ছাড়িয়ে খোলা হাওয়ার খোঁজে বাঙালির একাংশ হাজির হতে চলেছেন ওড়িশার বালুকাবেলায়। কিন্তু, পুজোর কদিন পুরীতে কাটানোর পরিকল্পনা করা পর্যটকদের জন্য আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়া দফতর।
EiSamay.Com puri beach


IMD সূত্রে খবর, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ১ অক্টোবর তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে ২ ও ৩ অক্টোবর মুষলধারায় বৃষ্টি নামতে পারে ওড়িশা (Odisha) উপকূলে বলে জানিয়েছেন, ভুবনেশ্বর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ উমাশঙ্কর দাস (Uma Shankar Das) ।

Ankita Bhandari Case Update: রিসর্টে চলত মাদক ও দেহব্যবসা, অঙ্কিতাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি কর্মীদের

IMD Bhubaneswar-এর আবহাওয়াবিদ উমাশঙ্কর দাস বলেন, আগামী পাঁচদিন গোটা ওড়িশাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে পুরী সহ একাধিক এলাকায় বৃষ্টির কারণে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ফলে ২ তারিখ সপ্তমী থেকেও পুরীতে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতএব পুজোর পাঁচদিন পুরী পালিয়েও বৃষ্টির হাত থেকে রেহাই পাবার জো নেই। একইসঙ্গে সমুদ্রের বিচে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।

উল্লেখ্য, পুজোর সময় সমুদ্রের বিচে ছুটি কাটাতে চাওয়া বাঙালিদের ঢল নামতে চলেছে পুরীতে। পুজোর সময় পুরী ঘুরতে যাওয়ার জন্য এখন থেকেই হোটেলগুলির বুকিং ফুল। উৎসবের কারণে অন্যসময়ের থেকে এইসময় হোটেল ভাড়া থেকে নিত্যনৈমিত্তিক খরচও খানিক বেশি থাকে।

Durga Puja Weather Forecast: পুজোয় অসুর ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকে কি টানা বৃষ্টি?

অন্যদিকে, বাংলাতেও পুজোর কদিন বর্ষণের পূর্বাভাস। পুজোর আগে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের উপর। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, পুজোর আনন্দ কি মাটি করবে আবহাওয়ার খামখেয়ালি মনোভাব? হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে।

পুজোর সময় পুরীতে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

পুরীর রিকশাভাড়ার বিস্তারিত তালিকা---

নিম্ন লিখিত জায়গাগুলি থেকে স্বর্গদ্বারের ভাড়ার তালিকা দেখে নিন একনজরে...
এম আর মারাঠা থেকে ১০০ টাকা, দক্ষিণা দুয়ার থেকে রিকশা ভাড়া ১০০ টাকা,Gandua Chaura Chaaka থেকে ১০০ টাকা, ভগবতী থেকে ১৫০ টাকা, ডোলাবেদী কোনা থেকে ভাড়া ১৫০ টাকা।

Rajasthan Political Crisis : গেহলটে ‘নারাজ’ নেতারা, কংগ্রেস সভাপতি ভোটে শশী থারুরের বিপক্ষে কে?

অন্যদিকে, দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু। আগামী দু'দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে যেতে চলেছে রাজস্থান, কচ্ছ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা থেকে। উত্তর-পশ্চিম ভারত থেকে শীঘ্রই বিদায় নিয়েছে বর্ষা। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রয়েছে ভাতিন্দা থেকে শুরু করে ছত্রিশগড়ের ওপর দিয়ে ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশে। তবে ভারি বৃষ্টির পূর্বাভাস ওড়িশা, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে। নিম্নচাপের কারণে আগামীকালও ওড়িশা ও ছত্রিশগড়ে চলবে ভারি বর্ষণ। এছাড়া বৃষ্টি বাড়বে অসম, মেঘালয়, অরুণাচল সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর