অ্যাপশহর

এবার সরকারি শিক্ষকদের জন্যেও বাধ্যতামূলক করা হল ইউনিফর্ম

স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এবার থেকে শিক্ষকদের জন্যেও চালু হবে ড্রেস কোড। তাঁদেরও স্কুলে পরতে হবে ইউনিফর্ম।

EiSamay.Com 12 Feb 2018, 1:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এবার থেকে শিক্ষকদের জন্যেও চালু হবে ড্রেস কোড। তাঁদেরও স্কুলে পরতে হবে ইউনিফর্ম। মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তরের তরফে এমনই নিয়ম চালু করা হবে সরকারি শিক্ষকদের জন্যে।
EiSamay.Com dress code for govt teachers in mp
এবার সরকারি শিক্ষকদের জন্যেও বাধ্যতামূলক করা হল ইউনিফর্ম


আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের সরকারি স্কুলগুলিতে। শিক্ষিকাদের জন্যে থাকবে মেরুন রঙের জ্যাকেট এবং শিক্ষকদের জন্যে বরাদ্দ হয়েছে নেভি ব্লু জ্যাকেট। শিক্ষা দপ্তর থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে এই নিয়ম চালু হলে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার মধ্যে অভিন্নতা আনার চেষ্টায় সাফল্য আসবে। মিটবে তাঁদের ব্যক্তিত্বের ফারাকও।

রাজ্য স্কুল শিক্ষা বিভাগের তরফে নির্দেশ পাঠানো হয়েছে ডিরেক্টোরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনের কমিশনার এবং রাজ্য শিক্ষা কেন্দ্রের ডিরেক্টরকে, যাতে রাজ্যের প্রত্যেক সরকারি স্কুলকে ড্রেস কোড সম্পর্কে জানানো হয়। তবে শুধু পোশাক পরিবর্তনই নয়, স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সচিব কে কে দ্বিবেদী জানিয়েছেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে জ্যাকেটের উপর লাগাতে হবে নামের ট্যাগও। আর তাতে লেখা থাকতে হবে ‘রাষ্ট্র নির্মাতা’। নির্দেশিকায় বলা হয়েছে পড়ুয়াদের জীবন গড়ে তোলার পিছনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাঁরা কী ধরনের পোশাক পরছেন সেদিকে নজর রাখাও গুরুত্বপূর্ণ।

মধ্যপ্রদেশের বর্তমান স্কুল শিক্ষামন্ত্রী দীপক যোশি জানিয়েছেন, এই পরিবর্তনের সিদ্ধান্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী কুমার বিজয় শাহ নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকেই কাজে রূপান্তরিত করা শুরু হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল