অ্যাপশহর

এসি ৩-এর চেয়েও কম ভাড়ায় জুলাই থেকে ছুটবে বিলাসি দোতলা ট্রেন

জুলাইতেই যাত্রা শুরু করছে উদয় এক্সপ্রেস। ইন্ডিয়ান রেলওয়ের এই নতুন ডাবল ডেকার ট্রেন যাত্রী পরিষেবার নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

EiSamay.Com 24 Apr 2017, 1:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জুলাইতেই যাত্রা শুরু করছে উদয় এক্সপ্রেস। ইন্ডিয়ান রেলওয়ের এই নতুন ডাবল ডেকার ট্রেন যাত্রী পরিষেবার নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। দিল্লি-লখনউ-এর মতো এক রাতের যাত্রার অত্যন্ত জনপ্রিয় রুটেই আপাতত শুরু হচ্ছে উদয় এক্সপ্রেসের সফর। এসি ৩ টিয়ারের থেকেও কম ভাড়ায় এই নতুন লাক্সারি ট্রেনে সফর করতে পারবেন যাত্রীরা।
EiSamay.Com double decker overnight ac train to be launched in july
এসি ৩-এর চেয়েও কম ভাড়ায় জুলাই থেকে ছুটবে বিলাসি দোতলা ট্রেন


রাতের সফর হলেও এই ডাবল ডেকার ট্রেনে কোনও শোওয়ার ব্যবস্থা থাকবে না। চেয়ার কার হলেও রাত্রিবেলা সিট হেলিয়ে নিজেদের পছন্দমতো করে নিতে পারবেন যাত্রীরা। এক একটি কোচে থাকবে ১২০ জন করে যাত্রীর বসার ব্যবস্থা। প্রত্যেক কোচে থাকবে খাবার, চা, ঠাণ্ডা পানীয়ের জন্য স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন। এছাড়াও প্রতি কোচে ওয়াইফাই স্পিকার সিস্টেম থাকবে, থাকবে যাত্রীদের বিনোদনের জন্য বিশাল এলইডি স্ক্রিন।

ডাবল ডেকার হওয়ায় সাধারণ ট্রেনের তুলনায় ৪০% বেশি যাত্রী বহন করতে পারবে উদয় এক্সপ্রেস। তাই জনপ্রিয় রুটগুলিতেই ব্যবহার করা হবে এই ট্রেন। যাতে অন্য ট্রেনগুলির ওপর থেকে যাত্রীর বোঝা কিছুটা কমানো যায়। ২০১৬-১৭-র রেল বাজেটে এই ট্রেনটির কথা ঘোষণা করা হয়েছিল। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটবে উদয় এক্সপ্রেস।


খবরটি ইংরাজিতে পড়ুন।


# The Utkrisht Double-Decker AC Yatri Express will ply on high-demand routes.

# The Uday service will have large LCD screens and Wi-Fi speaker systems.

# The main USP of this train is that it will have fares lower than that of 3AC class.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল