অ্যাপশহর

তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না: নমো

তিন তালাকের মতো সামাজিক বিষয় নিয়ে রাজনীতির রঙ না খোঁজার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

EiSamay.Com 29 Apr 2017, 3:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিন তালাকের মতো সামাজিক বিষয় নিয়ে রাজনীতির রঙ না খোঁজার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের এই মৌখিক বিবাহবিচ্ছেদের কুপ্রভাব থেকে বাঁচাতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
EiSamay.Com dont politicise triple talaq issue says pm narendra modi
তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না: নমো


তিনি বলেন, ‘এ ব্যাপারে মুসলিম সমাজকেই এগিয়ে আসতে হবে। আমাদের ঘরের মুসলিম কন্যারা তিন তালাকের নামে যে সমস্যা ভোগ করেন তা থেকে মুক্তির উপায় খুঁজে বার করা প্রয়োজন। দয়া করে এর মধ্যে কোনও রাজনৈতিক রঙ খোঁজার চেষ্টা করবেন না।’

চলতি মাসের গোড়ার দিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) বিবৃতি দিয়ে জানায়, অত্যন্ত গুরুতর অভিযোগ এবং প্রমাণ না থাকলে তিন তালাকের প্রয়োগ নিষিদ্ধ। অনেকে এর অসদ্ব্যবহার করেন এটা ঠিক। এ সব মানুষদের সমাজে একঘরে করা উচিত।

বর্তমানে সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলাও চলছে যেখানে তিন তালাকের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বহু রাজনৈতিক দলকেও তিন তালাকের সমর্থনে প্রকাশ্য সভা করতে দেখা গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১১ থেকে ১৯ মে-র মধ্যে মামলার শুনানি হবে। তার মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল