অ্যাপশহর

Uttar Pradesh News : চন্দ্রবোড়ার ছোবল থেকে মনিবকে বাঁচিয়ে মৃত্যু কুকুরের

National News : নিজের জীবনের বিনিময়ে মালিকের প্রাণ বাঁচাল পোষা কুকুর। বিষধর সাপ মালিকের দিকে ধেয়ে আসছে দেখে ঝাঁপিয়ে পড়ে সে। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির সীমানায়।

Produced byসুমন মাঝি | Ei Samay 18 Nov 2022, 11:53 am

হাইলাইটস

  • কুকুর কতটা প্রভুভক্ত প্রাণী, তা প্রাণ দিয়ে আরও একবার প্রমাণ করে গেল 'গব্বর'।
  • নিজের জীবনের বিনিময়ে মালিকের প্রাণ বাঁচাল পোষা কুকুরটি।
  • বুধবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির সীমানায়।
  • প্রিয় পোষ্যের মৃত্যুতে শোকে আকুল মালিক ও তাঁর পরিবার।
EiSamay.Com Uttar Pradesh
উত্তরপ্রদেশ
এই সময়: কুকুর কতটা প্রভুভক্ত প্রাণী, তা প্রাণ দিয়ে আরও একবার প্রমাণ করে গেল 'গব্বর'। নিজের জীবনের বিনিময়ে মালিকের প্রাণ বাঁচাল পোষা কুকুরটি। বিষধর সাপ মালিকের দিকে ধেয়ে আসছে দেখে ঝাঁপিয়ে পড়ে গব্বর। কামড়ে ছিঁড়ে ফেলে সাপটিকে। কিছুক্ষণ পরে বিষক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আদরের গব্বরও। বুধবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির সীমানায়। প্রিয় পোষ্যের মৃত্যুতে শোকে আকুল মালিক ও তাঁর পরিবার।
Dog Attack : মহিলাকে কুকুরের কামড়! ২ লাখ ক্ষতিপূরণের নির্দেশ কনজিউমার ফোরামের
জেলা পঞ্চায়েত সদস্য অমিত উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি ঝাঁসির সীমানা সংলগ্ন মধ্যপ্রদেশের প্রতাপপুর এলাকায়। বুধবার সকালে তাঁর পোষ্যের সঙ্গে হেঁটে প্রতাপপুরের ফার্মহাউসের দিকে যাচ্ছিলেন অমিত। বিপদ ঘটে তখনই। তাঁর দিকে এগিয়ে আসছিল একটি বড়সড় বিষধর চন্দ্রবোড়া সাপ। অমিত সাপটিকে লক্ষ্য না-করলেও, ধেয়ে আসা মূর্তিমান বিপদ গব্বরের নজর এড়ায়নি। সঙ্গে সঙ্গে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে সেটিকে কামড়াতে থাকে কুকুরটি। পাল্টা কামড় বসায় বিষধরও। অনেকক্ষণ ধরে দু'জনের লড়াই চলার পর, চন্দ্রবোড়াকে দু'টুকরো করে ছিঁড়ে ফেলে গব্বর। কিন্তু কয়েক মিনিটের মধ্যে কুকুরটিও মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই মৃত্যু হয় তারও। বিশেষজ্ঞেরা বলছেন, চন্দ্রবোড়ার বিষ (হিমাটোটক্সিক বা রক্তের উপর বিষক্রিয়া করে) কুকুরটির সারা শরীরে ছড়িয়ে পড়ায় মারা যায় সে। ডাক্তারদের খুব কিছু করার ছিল না।

Kakdwip News : সাপ বোতল বন্দী করে হাসপাতালে ব্যক্তি, হতবাক চিকিৎসকরা
National News: পোষ্যের নাম নথিভুক্ত আবশ্যিক, অন্যথায় গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা
সংবাদসংস্থা সূত্রের খবর, পাঁচ বছর আগে 'আমেরিকান বুলি' প্রজাতির কুকুরটি কিনেছিলেন সারমেয়প্রেমী অমিত। ভালোবেসে তার নাম দিয়েছিলেন 'গব্বর'। কিন্তু অমিতের অন্যান্য পোষ্য কুকুরের চেয়ে তাঁর কাছে গব্বর ছিল অনেকটাই আলাদা। গব্বরও ছিল খুব পজেসিভ, অমিতের অনুমতি ছাড়া কেউ তার কাছে আসলেই রেগে যেত সে। অমিতের খুব কাছের এবং প্রিয় ছিল গব্বর। তাই নিজের প্রাণ বাঁচলেও প্রিয় পোষ্যকে হারানোর শোকে এখন আকুল অমিত এবং তাঁর পরিবারের সদস্যরা। - সংবাদসংস্থা
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর