অ্যাপশহর

ডাক্তারের গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, হাসপাতালে আরও ২

মধ্য দিল্লিতে চিকিত্‍‌সকের বেলাগাম গাড়ির ধাক্কায় পথচারি এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন আরও ২ মহিলা। রাজধানীর রানি ঝাঁসি রোডের ফ্লাইওভারে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, ঘটনাস্থলের আশপাশের লোকজন তাঁকে ধরে ফেলেন।

EiSamay.Com 13 Dec 2018, 12:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্য দিল্লিতে চিকিত্‍‌সকের বেলাগাম গাড়ির ধাক্কায় পথচারি এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন আরও ২ মহিলা। রাজধানীর রানি ঝাঁসি রোডের ফ্লাইওভারে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, ঘটনাস্থলের আশপাশের লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত চিকিত্‍‌সককে গ্রেফতার করেছে পুলিশ।
EiSamay.Com Capture f


দিল্লি পুলিশের তরফে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গাড়ির ধাক্কায় মৃত ওই মহিলার নাম শান্নো দেবী (৫০)। স্থানীয় বরা হিন্দু রাও হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত কৃপালি দেবী ও গীতা দেবী ওই হাসপাতালেই ভরতি রয়েছেন। তাঁদেরও বয়স ৫০-এর আশপাশে।

জানা গিয়েছে, হতাহতরা সদর বাজার এলাকার এক কারখানার কর্মী। তাঁরা কাজ করে বাড়ি ফিরছিলেন। ফ্লাইওভার থেকে ২০ মিটার দূরে ডাক্তারের গাড়ি তাঁদের ধাক্কা মারে। আহত গীতাদেবীর অভিযোগে, ওই ডাক্তার বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অম্বুজ গর্গ স্যর গঙ্গারাম হাসপাতালের চিকিত্‍‌সক। তাঁর বিরুদ্ধে গত রাতেই মামলা রুজু হয়েছে। তিনি গ্রেফতারও হয়েছেন। তবে, তাঁর রক্তপরীক্ষায় অ্যালকোহল মেলেনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল