অ্যাপশহর

JNU: ‘হিংসায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় নয়,’ পড়ুয়াদের উদ্যোগে নারাজ VC

দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে চেয়ে শুক্রবার আহ্বান জানান JNU পড়ুয়াদের একাংশ। এরপরই বিবৃতি দিয়ে আপত্তি জানালেন উপাচার্য।

ANI 29 Feb 2020, 5:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ কুমার। সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশ্রয় দিতে চেয়ে এগিয়ে এসেছিলেন পড়ুয়াদের একাংশ। তবে সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন উপাচার্য কুমার। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে 'অনুমতি দেওয়া যাবে না' বলেও জানিয়েছেন তিনি।
EiSamay.Com JNU VC
JNU উপাচার্য জগদীশ কুমার (ফাইল ফটো)


সংবাদসংস্থা ANI-কে JNU-এর উপাচার্য জানিয়েছেন, 'দিল্লিতে শান্তি ফিরুক, আমরাও তাই চাই। আমাদের কিছু পড়ুয়া ক্যাম্পাসে বহিরাগতদের আশ্রয়ের আহ্বান করেছেন। এই একই পড়ুয়ারাই এর আগে বহিরাগত প্রবেশ নিয়ে সমালোচনা করছিলেন। ওই পড়ুয়ারাই জানুয়ারির ঘটনার জন্য দায়ী।' কুমারের কথায়, 'ক্যাম্পাসকে আশ্রয় শিবির' বানানো চলবে না।


দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে চেয়ে শুক্রবার আহ্বান জানান JNU পড়ুয়াদের একাংশ। এরপরই বিবৃতি দিয়ে আপত্তি জানালেন উপাচার্য।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল