অ্যাপশহর

আপনার অ্যাকাউন্টে অন্যের টাকা গচ্ছিত নেই তো? সাবধান, জেল হতে পারে

অন্যের কালো টাকা কি এর মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে? যদি হয়ে থাকে, জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।

EiSamay.Com 18 Nov 2016, 6:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অন্যের কালো টাকা কি এর মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে? যদি হয়ে থাকে, জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন। শুক্রবার কেন্দ্রের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যাঁরা লোভেরবশে বা মুখমিষ্টির খাতিরে নিজের অ্যাকাউন্টে অন্যের কালো টাকা রেখেছেন, তাঁরা কিন্তু সমস্যায় পড়বেন। অ্যাকাউন্টে পড়া ওই টাকার হিসেব দিতে না-পারলে, অবধারিত জেল।
EiSamay.Com do not allow others to deposit cash in your account you may be jailed
আপনার অ্যাকাউন্টে অন্যের টাকা গচ্ছিত নেই তো? সাবধান, জেল হতে পারে


সরকারি সূত্রে বলা হয়েছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর করফাঁকি দিতে অনেকেই অন্যের অ্যাকাউন্টে টাকা ফেলছেন। এ জন্য় ওই অ্যাকাউন্ট হোল্ডারকে টাকার একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে। যে কারণে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টেও অনেক অনেক টাকা পড়েছে। গরিব মানুষের জনধন যোজনার অ্যাকাউন্টে সর্বাধিক ৫০ হাজার টাকা রাখা যায়। দেখা গিয়েছে এইসব অ্যাকাউন্টে ৪৯ হাজার টাকা পর্যন্ত পড়েছে। ফলে, সরকারের নজরে এখন জনধন যোজনার অ্যাকাউন্টও।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক এদিন জানিয়েছে, আয়কর আইনে নিজের অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দেওয়া অপরাধ। ফলে, কালোটাকার মালিককে করফাঁকির সুযোগ করে দিতে যাঁরা এটা করেছেন, ধরা পড়লে, তাঁদের জেলের ঘানি টানতে হবে। অর্থমন্ত্রকের আর্জি, কেউ এমন প্রস্তাব দিলে, সবিনয়ে প্রত্যাখ্যান করুন। এ ভাবে কালোটাকা সাদা করতে দেবেন না।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল