অ্যাপশহর

৩০০ বরযাত্রীর তালিকায় DM-SP! বিহারে জমিয়ে বাঁদরের বিয়ে!!!

ধুমধাম করে হচ্ছে বিয়ে। উপস্থিত শ’খানেক অতিথি।

EiSamay.Com 1 Sep 2017, 8:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধুমধাম করে হচ্ছে বিয়ে। উপস্থিত শ’খানেক অতিথি। শুধু বরযাত্রীই ৩০০। এলাকার ‘বড়বাবু’দের ভিড় রয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও দেখা যাচ্ছে হাসি মুখে। অঙ্গভঙ্গিতে খুশি বোঝালেও হালকা চিন্তায় দেখা যাচ্ছে বর রামুকে। পাত্রী রামদুলারি কিন্তু বেশ খোশমেজাজে রয়েছে। কোনও বিধিনিষেধ নেই, তাই মাঝেমধ্যে খাবার খেয়ে নিচ্ছে কনে।
EiSamay.Com district officials attend the monkey marriage in bihar
৩০০ বরযাত্রীর তালিকায় DM-SP! বিহারে জমিয়ে বাঁদরের বিয়ে!!!


বিহারের চম্পারণের এই বিয়ের খবরই জায়গা পেয়েছে সংবাদমাধ্যমের পাতায়। আর সঙ্গে এলাকাবাসীর মনে। কারণ, পাত্র রামু ও পাত্রী রামদুলারি আদতে বাঁদর। আর সাড়ম্বরে ২ বাঁদরের বিয়ে দিয়েছেন তাদের মালিক উদেশ।

রীতিমতো মন্ত্র উচ্চারণ করে নীতি মেনে বিয়ে করানো হয়েছে রামু-রামদুলারির। বিয়েতে দু’পক্ষের পিতৃদান করেছেন উদেশ। প্রিয় পোষ্যদের বিয়ে দিতে পেরে বেজায় খুশি চম্পারণের এই বাসিন্দা।

উদেশ জানান, ৭ বছর আগে রামুকে খুঁজে পেয়েছিলেন তিনি। সেই থেকে প্রিয় রামুই তাঁর সবকিছু। নিজের সন্তানের মতো পালন করেছেন তাকে। কিন্তু, রামুর বিয়ের চিন্তা ছিল উদেশের। তাই ২ বছর আগে ২৫০০ টাকা দিয়ে রামুদুলারিকে কিনে আনেন তিনি। এরপরই সিদ্ধান্ত দুই বাঁদরের বিয়ের।

বিয়ে ধুমধাম করে হলেও, ব্যান্ড পার্টি দেরি করায় অখুশি উদেশ। টাকা কাটার কথা ভাবছেন বলে জানান। সন্তানের বিয়েতে উদ্বিগ্ন বাবার মতোই লাগছিল তাঁকে। আর সঙ্গে দেখা যাচ্ছিল পোষ্যদের প্রতি সন্তানসম স্নেহ-ভালোবাসা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল