অ্যাপশহর

বাবা হিরে পালিশ করতেন, ছেলে পরমাণু বিজ্ঞানে নজর কাড়লেন বিশ্বের!

এম এস ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পিএইচডি শেষ করেছেন ৩৪ বছরের পরেশ প্রজাপতি। পরীক্ষামূলক পদর্থবিদ্যা নিয়ে চর্চায় এক বছরের পোস্ট-ডকটরাল ফেলোশিপের জন্য আমন্ত্রণ পেয়েছেন পরেশ।

EiSamay.Com 22 Jul 2019, 3:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গুজরাতের হিরের শহর সুরাতে হিরে পালিশ করতেন ৬২ বছরের মনোহর প্রজাপতি। সেই রোজগারেই ছেলে পরেশকে লেখাপড়া শেখান তিনি। সেই পরেশ প্রজাপতিকে পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য আমন্ত্রণ পাঠাল নিউক্লিয়ার ফিজিক্স-এর নামজাদা প্রতিষ্ঠান ইতালির INFN।
EiSamay.Com atomic
পদার্থ বিজ্ঞান


এম এস ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পিএইচডি শেষ করেছেন ৩৪ বছরের পরেশ প্রজাপতি। পরীক্ষামূলক পদর্থবিদ্যা নিয়ে চর্চায় এক বছরের পোস্ট-ডকটরাল ফেলোশিপের জন্য আমন্ত্রণ পেয়েছেন পরেশ। গোটা বিশ্ব থেকে মাত্র ১০ জন বিজ্ঞানীকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। ভারত থেকে একমাত্র ডাক পেয়েছেন পরেশ প্রজাপতি।

গুজরাতের প্রত্যন্ত হনসকোট তালুক গ্রামের বাসিন্দা পরেশ গ্রামে হাইস্কুল না থাকায় লেখাপড়ার জন্য পড়াশোনা করতে করতেই গ্রাম ছেড়ে সুরাত চলে আসেন। এই পোস্ট-ডকটরাল ফেলোশিপের জন্য বছরে ৩৬ লক্ষ টাকা বেতন পাবেন তিনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল