অ্যাপশহর

BJP in Maharashtra: Devendra Fadnavis-ই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী, আজই শপথের সম্ভাবনা, সূত্রের দাবি

Maharashtra Political Crisis একসপ্তাহব্যাপী মহারাষ্ট্রের মসনদ নিয়ে দড়ি টানাটানির ইতি। মহা বিকাশ আঘাড়ি সরকারের পতনের পর এবার একনাথ শিন্ডের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 30 Jun 2022, 4:22 pm
Maharashtra-এর মহাড্রামায় যবনিকা পতন। রাতারাতি বদলে গেল সরকার। বিদ্রোহী সেনা নেতা একনাথ শিন্ডের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের নয়া সরকার গড়তে তৈরি বিজেপি। নয়া সরকারে মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আবারও মহারাষ্ট্রের মসনদে ফড়নবীশরাজ।
EiSamay.Com fadanvis


সূত্রের খবর, বৃহস্পতিবারই রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানাবেন তাঁরা। সেরকম হলে আজই শপথ নিতে পারেন দেবেন্দ্র ফড়নবীশ ( CM Devendra Fadnavis)। সেক্ষেত্রে ডেপুটি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) । ইতিমধ্যেই বিধায়কদের গোয়ায় রেখে মুম্বইয়ে বৈঠক করতে পৌঁছে গিয়েছেন শিন্ডে।

Maharashtra Crisis: ঔরঙ্গাবাদ থেকে 'শম্ভাজি নগর'!

ভবিষ্যৎ কর্মপন্থার ভার দেবেন্দ্র ফড়ণবীশ ও একনাথ শিন্ডের উপরই ছেড়ে দিয়েছেন মহারাষ্ট্র বিজেপি নেতৃত্ব। এ ব্যাপারে বৃহস্পতিবারই সিদ্ধান্তের কথা জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল। সেই সঙ্গে বিজেপির সমস্ত বিধায়ককে মুম্বইয়ে জড়ো হতে বলেছে। সরকার গঠনে বিদ্রোহী সেনা বিধায়কদের সমর্থন দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফড়ণবীশও। সরকার গড়তে তাদের কাছে ১৫০ বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি ফড়নবীশের। মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা ২৮৮। বৈঠকে ভবিষ্যতের কর্মপন্থার সঙ্গে আসন্ন মন্ত্রিসভারও রূপরেখা এঁকে ফেলার প্রস্তুতি বৈঠকে।

Uddhav Thackeray Resigns: আস্থা ভোটে হার নিশ্চিত বুঝে 'ওয়াকওভার' উদ্ধব ঠাকরের

মহারাষ্ট্রের টান টান চিত্রনাট্যে যবনিকা পতন বুধের রাতেই। সুপ্রিম কোর্ট আস্থা ভোটে সবুজ সংকেত দিতেই ফেসবুক লাইভে এসে আচমকা ওয়াকওভার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)। লাইভে এসে উদ্ধব বলেন, "আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নই। কিন্তু, রাস্তাঘাটে শিব সৈনিকদের রক্ত ঝরুক সেটা আমি চাই না। সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।" শুধু মুখ্যমন্ত্রী পদ নয়, বিধান পরিষদের সদস্যপদও ছেড়েছেন উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছেন, আদালতের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েই এই পদ।

এদিন উদ্ধবের সংযোজন, "যাঁদের শিবসেনা তুলে এনে কাউন্সিলর এবং মন্ত্রী করেছে, তাঁরাই আজ বিশ্বাসঘাতকতা করছে। কাদের কুনজর পড়েছে জানি।" তিনি আরও বলেন,"রাজ্যপাল বলছেন ফ্লোর টেস্ট করতে! করোনা টেস্টের মতো ফ্লোর টেস্ট!"
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল