অ্যাপশহর

বুলেট ট্রেনের সেরা 'ম্যাসকট' বানিয়ে জিতুন ₹১ লক্ষ পুরস্কার

শুধু ম্যাসকটের ডিজাইনই নয়, বুলেট ট্রেনের পছন্দসই নাম দিতে পারলেও পেয়ে যেতে পারেন আর্থিক পুরস্কার। আপনি আগ্রহী থাকলে, www.mygov.in-এ গিয়ে এনট্রিস জমা দিতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ ২০১৯।

EiSamay.Com 24 Feb 2019, 2:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের প্রথম বুলেট ট্রেনের ম্যাসকটের নকশা বানিয়ে আপনি জিতে নিতে পারেন মোট আর্থিক পুরস্কার। শুধু ম্যাসকটের ডিজাইনই নয়, বুলেট ট্রেনের পছন্দসই নাম দিতে পারলেও পেয়ে যেতে পারেন আর্থিক পুরস্কার।
EiSamay.Com pix1


এ জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। যাঁর দেওয়া নাম ও ম্যাসকট সেরা হিসেবে নির্বাচিত হবে, তিনি পাবেন সর্বাধিক ১ লক্ষ টাকার পুরস্কার।

আপনি আগ্রহী থাকলে, www.mygov.in-এ গিয়ে এনট্রিস জমা দিতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ ২০১৯। জানা গিয়েছে, নির্বাচকমণ্ডলীর বিচারে যাঁর দেওয়া নাম সেরা হিসেবে বিবেচিত হবে, তিনি পাবেন ৫০ হাজার টাকা। এ ছাড়াও প্রথম পাঁচে থাকা বাকিরা সান্ত্বনা পুরস্কার বাবদ পাবেন ৫ হাজার টাকা করে।

অন্য দিকে, সেরা ম্যাসকট নকশায় মিলবে ১ লক্ষ টাকা। এ ছাড়া প্রথম পাঁচে থাকা ম্যাসকটের নকশাকারীরা পাবেন ১০ হাজার টাকা করে। গত বছরের অগস্ট থেকেই ভারতে বুলেট ট্রেন চালু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে আহমেদাবাদ-মুম্বইয়ের মধ্যে বুলেট ট্রেনটি চলছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল