অ্যাপশহর

হস্টেল থেকে মরণঝাঁপ, হায়দরাবাদে আত্মঘাতী আইআইটি পড়ুয়া

পিচিকালা সিদ্ধার্থ নামের ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্‍‌সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা হয়েছে, কোনও কারণে ডিপ্রেসড ছিলেন ওই ছাত্র। ওই ডিপ্রেশনই তাঁর আত্মহত্যার কারণ বলে অনুমান করা হচ্ছে।

EiSamay.Com 30 Oct 2019, 2:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র তৃতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র ঝাঁপ খেয়ে আত্মহত্যা করলেন। মঙ্গলবার ভোররাতে হস্টলভবনের চতুর্থতল থেকে ঝাঁপ দেন ওই ছাত্র। পিচিকালা সিদ্ধার্থ নামের ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্‍‌সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা হয়েছে, কোনও কারণে ডিপ্রেসড ছিলেন ওই ছাত্র। ওই ডিপ্রেশনই তাঁর আত্মহত্যার কারণ বলে অনুমান করা হচ্ছে।
EiSamay.Com _21d9a6b4-275b-11e9-b3a2-37e00a7683f5


পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থের বাড়ি কুতবুল্লাপুরে। বাবা পি শ্রীনিবাসন একজন ব্যবসায়ী। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি হায়দরাবাদে তৃতীয়বর্ষে পড়ছিলেন সিদ্ধার্থ। ক্যাম্পাস হস্টেলেই থাকতেন। এক বন্ধুকে ইমেল করেছিলেন ওই পড়ুয়া। সেখানে তিনি ডিপ্রেশনের কথা উল্লেখ করেন। জানান, দু-মাস ধরে তিনি ডিপ্রেসড। নিজের ভবিষ্যত্‍ নিয়েও সন্ধিহান। ফলে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না। চিঠির শেষে লেখেন, এটাই তাঁর ফাইনাল ইমেল।

ঘটনার তদন্তকারী অফিসার জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হস্টেল বিল্ডিংয়ের চতুর্থতল থেকে নীচে ঝাঁপ দেন সিদ্ধার্থ। আওয়াজ শুনে বেরিয়ে আসেন ওই হস্টেলে থাকা কয়েক জন ছাত্র। চলে আসেন নিরাপত্তারক্ষীরারও। হায়দরাবাদ শহরের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই কিছুক্ষণ পর মৃত্যু হয় তৃতীয় বর্ষের ওই ছাত্রের।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল