অ্যাপশহর

বিমুদ্রাকরণের সুফল পাবেন আগামী দিনে: প্রধানমন্ত্রী

মহারাষ্ট্রের রায়গড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেটস-এর নতুন ক্যাম্পস উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিমুদ্রাকরণের ফলে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা একেবারেই সাময়িক।

EiSamay.Com 24 Dec 2016, 3:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রায়গড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেটস-এর নতুন ক্যাম্পস উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিমুদ্রাকরণের ফলে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা একেবারেই সাময়িক। আগামী দিনে এর দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে।’
EiSamay.Com demonetisation a short term pain for long term gain pm modi
বিমুদ্রাকরণের সুফল পাবেন আগামী দিনে: প্রধানমন্ত্রী


তিনি আরও বলেন, সাময়িক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই সরকার কোনও সিদ্ধান্ত নেবে না। আগামী দিনেও দেশের উন্নতির কথা মাথায় রেখে দূরদর্শী এবং বিচক্ষণ অর্থনৈতিক নীতি গ্রহণ করা হবে। তিনি আরও জানান ভবিষ্যতে ভারতের বৃদ্ধির হার প্রথম সারিতেই থাকবে।


সেবির জন্যে যে ভারতের সুনাম বৃদ্ধি পেয়েছে এদিন বক্তৃতায় একথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি সেবিকে বলেন আগামী দিনে তারা যেন eNAM-এর মাধ্যমে মূলধন এবং কৃষি বাজারকে লিঙ্ক করে দেয়।


স্টার্ট-আপ ব্যবসায় বিশেষ উত্সা হ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্টার্ট-আপ ইকোসিস্টেমের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল স্টক মার্কেট।

# PM Modi said his dream was to make India a developed country in a single generation.

# His government won't take decisions for short-term political point scoring, he said.

# His remarks came at the inauguration of a new campus of the National Institute of Securities Markets in Raigad, Maharashtra.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল