অ্যাপশহর

পর্যটকদের জন্যে বাড়ানো হল এই ১০ সৌধের সময়সীমা

বর্তমানে নিয়মে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা দেশের প্রাচীন ঐতিহাসিক সৌধের দরজা পর্যটকদের জন্যে বন্ধ হয়ে যায় সূর্যাস্তের সঙ্গে। যদিও এখনও কোনও তারিখ ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর খুব তাড়াতাড়ি দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে।

EiSamay.Com 30 Jul 2019, 4:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সামনেই দিল্লি বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে আপনার? কিন্তু ভাবছেন গরমে-বৃষ্টি সামলে কীভাবে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন! আপনার সেই চিন্তা কমাতেই নয়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।
পর্যটকদের জন্যে বাড়ানো হল এই ১০ সৌধের সময়সীমা


কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী প্রহ্লাদ পটেল সোমবার জানিয়েছেন দিল্লির ২টি সৌধসহ দেশের মোট ১০টি ঐতিহাসিক সৌধে ঢোকার সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হবে। সূর্যোদয় থেকে শুরু করে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত এই ১০টি সৌধে বেড়াতে যেতে পারবেন পর্যটকরা।

বর্তমানে নিয়মে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা দেশের প্রাচীন ঐতিহাসিক সৌধের দরজা পর্যটকদের জন্যে বন্ধ হয়ে যায় সূর্যাস্তের সঙ্গে। যদিও এখনও কোনও তারিখ ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর খুব তাড়াতাড়ি দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে।

দিল্লির অসংখ্য সৌধের মধ্যে আপাতত সময়সীমা বাড়ানো হবে সাফদরজং এবং হুমায়ুন সমাধিস্থলের। এছাড়াও তালিকায় রয়েছে ভুবনেশ্বরের রাজারানি মন্দির, খাজুরাহোর দুলহাদেব মন্দির, কুরুক্ষেত্রের শেখ চিলির সমাধিস্থল, গুজরাটের রানি কি বাভ, কর্নাটকের গোল গুম্বাজ, বারাণসীর মন মহল, মহারাষ্ট্রের মার্কন্দের মন্দির এবং কর্নাটকের পট্টাডাকালের মন্দির। আগামীদিনে এই তালিকায় যোগ হতে পারে আরও নাম।

পরের খবর