অ্যাপশহর

কলকাতাকে টেক্কা দিচ্ছে দিল্লি, কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া আত্মহত্যা মেট্রোয়

শুক্রবার সকালে আদর্শনগর স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর পঁচিশের এক বিবাহিত মহিলা। মেট্রোয় দ্বিতীয় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ১১টায়, ব্লু-লাইনে, দিল্লির টেগোর গার্ডেন মেট্রো স্টেশনে। মৃতের নাম রাহুল, বয়স ২৭। বাড়ি নজফগড়ে।

EiSamay.Com 17 Aug 2019, 10:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতায় কিছুটা লাগাম টানা গেলেও আত্মহত্যার প্রবণতা বেড়েছে দিল্লি মেট্রোয়। কয়েক ঘণ্টার ব্যবধানে শুক্রবার দিল্লি মেট্রোয় জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে।
EiSamay.Com 1533314323-02C2706C-4657-4281-BF75-54DCC8D66EAE


ডিএমআরসি'র এক আধিকারিক জানান, শুক্রবার সকালে আদর্শনগর স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর পঁচিশের এক বিবাহিত মহিলা। জানা গিয়েছে, বিবাহিত ওই মহিলার নাম অনিতা। জাহঙ্গীরপুরী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন-মুখী মেট্রোয় ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এসডিএম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ ফোনে মেট্রোয় আত্মহত্যার খবর পায় পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, মৃতের নাম অনিতা। বাড়ি জাহঙ্গীরপুরীতে। চার বছর আগে বিয়ে হয় অনিতার। সাড়ে ৩ বছর ও আট মাসের দু'টি কন্যাসন্তান রয়েছে। কী কারণে ওই যুবতী আত্মহত্যা করেছেন, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।

মেট্রোয় দ্বিতীয় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ১১টায়, ব্লু-লাইনে, দিল্লির টেগোর গার্ডেন মেট্রো স্টেশনে। মৃতের নাম রাহুল, বয়স ২৭। বাড়ি নজফগড়ে। স্টেশনে মেট্রো ঢোকার মুখে ঝাঁপ মারলে, স্টেশন ও মেট্রোর মাঝে আটকে যান রাহুল। দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকার সঙ্গে নয়ডার সংযোগ ব্লু-লাইনে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ক্ষেত্রেও কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ।

পরের খবর