অ্যাপশহর

দিল্লি হিংসায় আপ নেতা তাহির হোসেনের ভাই-সহ গ্রেফতার ৭

আমআদমি নেতা তাহির হোসেনের পর দিল্লি হিংসায় গ্রেফতার তাহিরের ভাই শাহ আলম। একই অভিযোগে গ্রেফতার আরও ৬জন। ধৃতদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে।

EiSamay.Com 10 Mar 2020, 6:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আরও ৭ জনকে সোমবার গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন দিল্লির আপ নেতা তাহির হোসেনের ভাই শাহ আলম। আইবির এক অফিসারকে খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তাহির হোসেনকে গ্রেফতার করেছে। আপের ওই নেতার বিরুদ্ধে খুন, হিংসায় প্ররোচনা-সহ আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
EiSamay.Com Tahir


গতমাসে সিএএ-বিরোধী ও সিএএ পক্ষের সমর্থকদের সংঘর্ষে শ্মশানপুরীতে পরিণত হয়েছিল উত্তরপূর্ব দিল্লি। এই হিংসায় ইন্ধন জোগানোর অভিযোগ ওঠে বিজেপি নেতা কপিল মিশ্রের দিকে। তাঁকে গ্রেফতার করারও দাবি ওঠে। তবে, কপিল গ্রেফতার না হলেও, পুলিশের জালে ধরা পড়ে তাহির হোসেন। তল্লাশিতে তাঁর বাড়ির ছাদ থেকে আগ্নেয়াস্ত্র, বোমার সরঞ্জাম মেলে। তাহিরের কারখানাটিও সিল করে দেয় পুলিশ। এদিকে, খুনের অভিযোগে মামলা দায়ের হওয়ার পরেই বিব্রত আপ নেতৃত্ব তাহির হোসেনকে দল থেকে সাসপেন্ড করে। আপের তরফে ঘোষণা করা হয়, অভিযোগ-মুক্ত না হওয়া পর্যন্ত তাহিরের বিরুদ্ধে সাসপেন্ড বলবত্‍‌ থাকবে।

দিল্লির তিন দিন টানা এই রেষারেষিতে মৃত্যু হয়েছে ৫৩ জনের ও আহত হয়েছেন একশোর বেশি মানুষ। সোমবার তাহির হোসেনের ভাই শাহ আলমকে আটক করে দিল্লি পুলিশ। আলমকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

গত সপ্তাহে তাহির হোসেন নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাঁর আত্মসমর্পণ করার অনুরোধ গ্রহণ করেনি। আদালতের দাবি, এটা তার এক্তিয়ারে পড়ে না।

ইতিমধ্যে নরেশ কুমার সোলাঙ্কি নামে এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গোকুলপুরী এলাকায় চার জনকে হত্যা করার অভিযোগ উঠেছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে যাঁদের নাম পাওয়া গিয়েছে, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল