অ্যাপশহর

দিল্লির 'বাঙালি বস্তি'তে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি!

দমকল সূত্রে খবর, এখনও আগুন বেলাগাম। বেপরোয়া আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ লড়াই চালিয়ে চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধে ৭টা নাগাদ রোহিণীর এই বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে ১৩টি ইঞ্জিন রয়েছে।

EiSamay.Com 15 Feb 2020, 9:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণের কয়েক ঘণ্টা আগে বিধ্বংসী আগুনে কপাল পুড়ল দিল্লির বাঙালি বস্তির। গোগ্রাসী আগুনে রোহিণীর বাঙালি বস্তির বহু ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৩টি ইঞ্জিন। রবিবার সকাল ১০টায় অরবিন্দ কেজরিওয়াল সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন অরবিন্দ।
EiSamay.Com FIRE


দমকল সূত্রে খবর, এখনও আগুন বেলাগাম। বেপরোয়া আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ লড়াই চালিয়ে চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধে ৭টা নাগাদ রোহিণীর এই বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে ১৩টি ইঞ্জিন রয়েছে।

তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাত পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। দমকলের এক আধিকারিক জানান, আগুন সম্পূর্ণ নেভার পরেই অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করা হবে।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Delhi: Several shanties gutted in fire at Bangali Basti in Rohini. Twelve fire tenders have been rushed to the spot. No casualty reported till now. More details awaited. <a href="https://t.co/8mRYBYJh0Y">pic.twitter.com/8mRYBYJh0Y</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1228691879606149123?ref_src=twsrc%5Etfw">February 15, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে, শনিবার সকালে রাজধানী শহরে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন জখম হয়েছেন। 'দ্য পার্ক' হোটেলের বেসমেন্টে আগুন লাগে। ওই ১৪ জনকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এঁদের অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। প্রাথমিক চিকিত্‍‌সার পর তিন জন ছাড়া বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, শনিবার সকালে রাজধানী শহরে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন জখম হয়েছেন। 'দ্য পার্ক' হোটেলের বেসমেন্টে আগুন লাগে। ওই ১৪ জনকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এঁদের অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। প্রাথমিক চিকিত্‍‌সার পর তিন জন ছাড়া বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ","author":{"@type":"Person","name":"Biplab Ray","jobTitle":"Editor"},"image":{"@type":"ImageObject","url":"https://eisamay.com/thumb/74152821/fire-74152821.jpg?imgsize=52844&width=1600&height=900&resizemode=75","width":1600,"height":900},"publisher":{"@type":"Organization","name":"Eisamay","url":"https://eisamay.com","logo":{"@type":"ImageObject","url":"https://static.langimg.com/thumb/60408752/ei-samay.jpg?width=600&resizemode=4","width":600,"height":60}}}

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল