অ্যাপশহর

লকডাউন ভেঙে রোজ রাস্তায়, বাবার বিরুদ্ধে FIR ছেলের

কেন্দ্রীয় নির্দেশে ১০ দিন ধরে লকডাউন চলছে। সামনে আরও ১১ দিন। কিন্তু, এরই মধ্যে লকডাউন না মানার ঘটনাও ঘটছে চারপাশে।পুলিশ আটকও করেছে অনেক জনকে। কিন্তু, লকডাউন লঙ্ঘনে বাবার বিরুদ্ধে ছেলের এফআইআর দায়েরের ঘটনা ঘটেনি।

EiSamay.Com 3 Apr 2020, 10:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি নিজে বারবার বারণ করেছেন। টেলিভিশনে দিনে বার কয়েক, ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হচ্ছে-- লকডাউন ভাঙবেন না। কিন্ত, কে শোনে কার কথা। ছেলের মানা দূরে থাক। সরকারি নিষেধাজ্ঞাকে হেলায় উড়িয়ে বেরিয়ে পড়ছিলেন রাস্তায়। কোনও একদিনের বিচ্ছিন্ন ঘটনা নয়। রোজই বেরোতে হচ্ছিল তাঁকে, শুধুমাত্র রাস্তায় চক্কর কাটবেন বলে। তাই কথায় কাজ না-হওয়ায়, বিরক্ত হয়েই ৫৯ বছর বয়সি বাবার বিরুদ্ধে, থানায় এফআইআর দায়ের করলেন ছেলে। নজিরবিহীন, এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির রাজোকারির বসন্তকুঞ্জে। অভিযোগপত্রে ছেলে লেখেন, বাবাকে বারবার মানা করেও কাজ হচ্ছে না। লকডাউন আইন লঙ্ঘন করে, রোজ রাত ৮টায় রাস্তায় বেরিয়ে পড়ছেন। ছেলের অভিযোগের ভিত্তিতে এফআইআর নেয় পুলিশ।
EiSamay.Com CORONA


২১ দিনে লকডাউন করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের নীতি হলেও, পরিবারগুলির কাছে তাঁদের বাড়ির সদস্যদের ঘরে আটকে রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনও একদিন দু-দিনের বিষয় নয়। একটানা ২১ দিন একজন সুস্থ মানুষের পক্ষে ঘরে চুপচাপ বসে থাকাটা সত্যিই কষ্টকর। কিন্তু, দেশ ও দশের স্বার্থে, এমনকী নিজের পরিবারের সুরক্ষার জন্যও এই লকডাউন মানা জুরুরি। কারণ, লকডাউন ছাড়া করোনার মোকাবিলায় বিকল্প পথ, বিশেষজ্ঞদের কাছে নেই। যে কারণে আর্থিক ক্ষতি উপেক্ষা করে, করোনা আক্রান্ত দেশগুলিতে লকডাউন চলছে। ভারতেও ১০ দিন হয়ে গেল লকডাউনের। সরকারি এই নির্দেশ না মানলে, মহামারী আইন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনে শাস্তির কথা বলা রয়েছে। লঙ্ঘনকারীদের সর্বোচ্চ দু-বছরের জেলও হতে পারে। তার পরেও কিন্তু অনেকেই দিল্লির এই প্রৌঢ়ের মতো রাস্তায় বেরিয়ে পড়ছেন।

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি নির্দেশ লঙ্ঘনের কারণে মামলা দায়ের হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল