অ্যাপশহর

শিক্ষা নিয়ে হলফনামায় ভুয়ো তথ্য কেজরির মন্ত্রীর, নির্বাচন বাতিল করল হাইকোর্ট

আসন্ন বিধানসভা নির্বাচনেও তোমরকে প্রার্থী করেছে আপ। আগামী শনিবার তিনি ফের ত্রিনগর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন বলে মনে করা হচ্ছে। এর ঠিক কয়েক দিন আগে হাইকোর্টের এই রায় দিল্লির শাসকদলের অস্বস্তি বাড়াল বলেই মনে করা হচ্ছে।

EiSamay.Com 17 Jan 2020, 9:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা আম আদমি পার্টি (AAP) শিবিরে। হলফনামায় ভুয়ো তথ্য দেওয়ায় নির্বাচন বাতিল হল রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমরের। ফলে তাঁর জয় বাতিল হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্বচ্ছ ভাবমূর্তিতে ভর করে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (আপ)। তাদেরই এক বিধায়কের নির্বাচনী হলফনামায় শিক্ষার ভুয়ো নথি দাখিলের ঘটনা ভোটের বাজারে কেজরিওয়ালের দলকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com court


২০১৫ সালে ত্রিনগর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন জিতেন্দ্র সিং তোমর। ভোটে জিতে অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভায় স্থানও পান। তাঁকে আইনমন্ত্রী করা হয়েছিল। এই আপ নেতার নির্বাচনী হলফনামার সঙ্গে দাখিল শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। হলফনামায় জিতেন্দ্র সিং তোমর জানিয়েছিলেন, LLB পাশ করেছেন। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছিল, তোমর LLB পাশ করেননি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। তারা জিতেন্দ্র সিং তোমরের নির্বাচন বাতিলের আরজি জানায়।

শুক্রবার এই মামলায় দিল্লি হাইকোর্টের রায় বিজেপির পক্ষে গিয়েছে। আপের এই নেতা ২০১৫ সালের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ভুয়ো তথ্য দিয়েছিলেন বলে এ দিন আদালত জানিয়েছে। সে কারণে তাঁর নির্বাচনও বাতিল করা হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনেও তোমরকে প্রার্থী করেছে আপ। আগামী শনিবার তিনি ফের ত্রিনগর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন বলে মনে করা হচ্ছে। এর ঠিক কয়েক দিন আগে হাইকোর্টের এই রায় দিল্লির শাসকদলের অস্বস্তি বাড়াল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: 'AAP-এর জন্য পিছিয়ে গিয়েছে নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি'

পরের খবর