অ্যাপশহর

অডিও টেপ চুরির মামলায় অর্ণব গোস্বামীকে নোটিশ দিল্লি হাইকোর্টের

টাইমস নাও-এর ইন্টালেকচুয়াল প্রপার্টির অপব্যবহার এবং চাকরির চুক্তিপত্রের নিয়ম লঙ্ঘন করার অভিযোগে টাইমস নাও-এর প্রাক্তন সম্পাদক অর্ণব গোস্বামীকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট।

EiSamay.Com 30 May 2017, 11:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক: টাইমস নাও-এর ইন্টালেকচুয়াল প্রপার্টির অপব্যবহার এবং চাকরির চুক্তিপত্রের নিয়ম লঙ্ঘন করার অভিযোগে টাইমস নাও-এর প্রাক্তন সম্পাদক অর্ণব গোস্বামীকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট।
EiSamay.Com delhi high court sends legal notice to republic editor arnab goswami in theft case
অডিও টেপ চুরির মামলায় অর্ণব গোস্বামীকে নোটিশ দিল্লি হাইকোর্টের


দেশের বৃহত্তম মিডিয়া হাউস বিসিসিএল-এর অভিযোগ Republic TV-তে সুনন্দা পুস্কর এবং লালু প্রসাদ যাদবের যে অডিও টেপ শোনানো হয় তা বিসিসিএল-এর সম্পত্তি এবং অর্ণব যখন টাইমস নাও-এ চাকরি করতেন সেই সময়ে এই অডিও রেকর্ডিং তাঁর কাছে ছিল।

৬ মে Republic TV-র প্রথম অনুষ্ঠানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং শাহাবুদ্দিনের কথোপকথন শোনানো হয়। এরপরেই ৮ মে শোনানো হয় আরও একটি অডিও রেকর্ডিং যেখানে সুনন্দা পুস্কর ও তাঁর বাড়ির কাজের লোকের সঙ্গে কথোপকথনে ছিলেন টাইমস নাও-এর আরও এক প্রাক্তন কর্মী প্রেমা শ্রীদেবী। অর্ণব এবং প্রেমা স্বীকার করেন সুনন্দা পুস্করের এই রেকর্ডিং গত দু’বছর ধরে তাঁদের কাছেই ছিল।

টাইমস নাও-এর সিইও এম কে আনন্দ জানিয়েছেন, ‘ম্যানেজমেন্ট এই দুটি রেকর্ডিং চুরি যাওয়ার কথা জানতে পারে Republic Tv-তে তা দেখানোর পরেই। এটা জেনে খুবই খারাপ লাগছে অর্ণবের মতো একজন মানুষ এভাবে চুরি করবেন। এই টেপ দুটি ইচ্ছাকৃতভাবে অর্ণব কখনও টাইমস নাও-এ দেখাননি কারণ তাঁর মাথায় তখন থেকেই নিজের চ্যানেল খোলার চিন্তাভাবনা ছিল। চ্যানেল শুরু হওয়ার প্রথম তিন দিনের মধ্যে এমন দুটি রেকর্ডিং সামনে আনার মানেই হল পুরোটা প্রিপ্ল্যানড ছিল।’

অর্ণব গোস্বামী ও প্রেমা শ্রীদেবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের জেল অথবা ১ লাখ টাকা জরিমা কিংবা দুটোই হতে পারে।


খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

# The Delhi High Court has issued a notice to Arnab Goswami for the breach of employment contract and the misuse of intellectual property of Times Now. Goswami is the former Editor of Times Now, a channel owned by the Bennett, Coleman & Company Ltd (BCCL) .

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল