অ্যাপশহর

চিনে পাচার হচ্ছে দেশের সম্পদ, দিল্লিতে আটক ৫ লক্ষ মাস্ক ও ৯৫২ PPE

দেশে পিপিই কিট, মাস্ক ও স্যানিটাইজারের অভাব। কিন্তু এরই মধ্যে চলছে চিনে এই সব সামগ্রীর চোরা চালান। তারই একটি ধরা পড়ল দিল্লির শুল্ক বিভাগের হাতে। জানুন বিস্তারিত...

EiSamay.Com 14 May 2020, 12:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার দিল্লির শুল্ক বিভাগের হাতে ধরা পড়ল প্রচুর সংখ্যক পিপিই কিট, মাস্ক, কাঁচা মাল এবং স্যানিটাইজার। এই সবই পাচার করা হচ্ছিল চিনে।
EiSamay.Com Delhi Customs seizes over 5 lakh masks, 952 PPE kits and bottles of sanitizers being smuggled to China
চিনে পাচার হচ্ছে দেশের সম্পদ


ভারতে এমনিতেই পিপিই কিটের প্রচুর অভাব রয়েছে। সেই কারণেই ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ১৯ মার্চ সব রকম ভেন্টিলেটর, সার্জিকাল এবং ডিসপোজেবল মাস্ক, মাস্ক বানানোর কাপড় এবং কভারঅলের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অ্যালকোহল বেসড স্যানিটাইজারের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল গত ৭ এপ্রিল।

শুল্ক বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এয়ার কার্গো ইন্টেলিজেন্স থেকে খবর পেয়ে কুরিয়ার টার্মিনাল থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫.০৮ লাখ মাস্ক, ৯৫০টি বোতলে ৫৭ লিটার স্যানিটাইজার এবং ৯৫২টি পিপিই কিট। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ২৪৮০ কেজির কাঁচা মাল। এক আধিকারিক জানিয়েছেন, খাতায় কলমে এই সব জিনিসকে পাউচের বানানোর জন্যে প্যাকিং মেটিরিয়াল বলা হয়েছিল। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি শুল্ক বিভাগ।

পরের খবর