অ্যাপশহর

বাজির পর এবার দিল্লিতে BANNED ডিজেল জেনারেটর!

গত মঙ্গলবার থেকে আগামী ১৫ মার্চ (২০১৮) পর্যন্ত রাজধানীতে ডিজেল জেনারেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

EiSamay.Com 18 Oct 2017, 7:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দীপাবলি মানে খুশির উৎসব। কিন্তু, উত্তর ভারত বিশেষত রাজধানী দিল্লিতে দীপাবলি পরবর্তী পরিস্থিতি মোটেও খুশির হয় না। কারণ, বায়ুদূষণ। য়া রুখতেই এবছর দিল্লির-NCR এলাকায় বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু, তা যে যথেষ্ট নয়, প্রমাণ হল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি নির্দেশে।
EiSamay.Com delhi bans diesel gensets at malls wedding halls and societies
বাজির পর এবার দিল্লিতে BANNED ডিজেল জেনারেটর!


গত মঙ্গলবার থেকে আগামী ১৫ মার্চ (২০১৮) পর্যন্ত রাজধানীতে ডিজেল জেনারেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পর্ষদ। অর্থাৎ, বাজার, আবাসন এবং বিয়ে বাড়িতেও ব্যবহার করা যাবে না ডিজেল জেনারেটর। তবে সরকারি কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা নেই।

যদিও সুপ্রিম কোর্টের মতো দিল্লি-NCR নয়, শুধু রাজধানীতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপে উদ্যোগী হয়েছে কেন্দ্র ও দিল্লি সরকার। দিল্লির দূষণ-মাত্রা কোনওভাবেই যাতে ‘এমারজেন্সি’ লেভেলে না পৌঁছয়, তা নিশ্চিত করা হবে বলে পর্ষদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল