অ্যাপশহর

জোর করে অন্যের বাড়িতে ঢোকার দায়ে ৬ মাসের জেল বিধানসভার স্পিকারের

রামনিবাস গোয়েল ছাড়াও এই অপরাধে আরও চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালতের বিচারপতি সমর বিশাল। এছাড়াও প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে।

EiSamay.Com 19 Oct 2019, 10:18 am

হাইলাইটস

  • তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ৭২ বছরের আপ নেতা রামনিবাস গোয়েল।
  • এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সেশন কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন।
EiSamay.Com Ram Niwas Goel
রামনিবাস গোয়েল
এই সময় ডিজিটাল ডেস্ক: বলপূর্বক অন্যের বাড়িতে ঢোকা এবং ভাঙচুর চালানোর দায়ে দিল্লির বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েলকে ছয় মাসের কারাদণ্ড দিল আদালত। ২০১৫ সালে পূর্ব দিল্লির একটি কলোনিতে এক বিল্ডারের বাড়ি তিনি দলবল নিয়ে জোর করে ঢুকেছিলেন।
রামনিবাস গোয়েল ছাড়াও এই অপরাধে আরও চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালতের বিচারপতি সমর বিশাল। এছাড়াও প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। রামনিবাস গোয়েল ছাড়া এই বাকি চার জন হলেন সুমিত গয়াল, হীতেশ খান্না, অতুল গুপ্তা এবং বলবীর সিং। তবে উচ্চতর আদালতে আবেদন করার জন্য এদের ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জ‌ুর করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ৭২ বছরের আপ নেতা রামনিবাস গোয়েল। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সেশন কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন। ২০১৫-য় দিল্লি বিধানসভা ভোটের আগের দিন ভোটারদের প্রভাবিত করতে মদ ও কম্বল বিলির অভিযোগ পেয়ে ওই বাড়িতে তাঁরা হামলা চালান বলে অভিযোগ।

পরের খবর