অ্যাপশহর

বাকিদের পিছনে ফেলে দেশের ধনীতম রাজ্য দিল্লি-পঞ্জাব!

২০১৫-১৬ সালে ৬ লাখের বেশি পরিবারের ওপর করা একটি জাতীয় সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

EiSamay.Com 13 Jan 2018, 10:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৫-১৬ সালে ৬ লাখের বেশি পরিবারের ওপর করা একটি জাতীয় সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে অনুযায়ী দিল্লি ও পঞ্জাব দেশের সবচেয়ে ধনী রাজ্য এবং জৈনরা হলেন ধনীতম সম্প্রদায়। ভারতের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিচার করার ক্ষেত্রে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
EiSamay.Com delhi and punjab richest states jain wealthiest community
বাকিদের পিছনে ফেলে দেশের ধনীতম রাজ্য দিল্লি-পঞ্জাব!


এই রিপোর্ট অনুযায়ী দারিদ্র্য এই দেশে গ্রামেই বেশি দেখা যায়। ২০ শতাংশ গ্রামীন ভারত দারিদ্র্য সীমা বা তার নিচে বসবাস করে। অন্যদিকে শহরাঞ্চলে দারিদ্র্যের হার মাত্র ৩.৩ শতাংশ।

রাজ্য এবং ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে যে তথ্য উঠে এসেছে এই সমীক্ষায় তা নিঃসন্দেহে আকর্ষক। দিল্লি এবং পঞ্জাবের বাসিন্দারা এদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে পড়েন। এই দুই রাজ্যের ৬০ শতাংশের বেশি পরিবার ধনীদের তালিকায় পড়ে। অন্যদিকে বিহার সবচেয়ে দরিদ্র রাজ্য যেখানে অর্ধেকের বেশি পরিবার দারিদ্র্যসীমা বা তার নিচে পড়ে।

ধর্মীয় সম্প্রদায়ের দিক দিয়ে বিচার করতে হলে জৈনদের মধ্যে ৭০ শতাংশ পরিবারই ধনীদের তালিকায় পড়েন। এক্ষেত্রে পিছিয়ে নেই হিন্দু এবং মুসলিমরাও। তবে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন তফশিলি উপজাতী সম্প্রদায়ের মানুষরা।

এই সমীক্ষায় দেশের আয় ও সম্পদ বৈষম্যের যে চিত্র ফুটে উঠেছে তা নিঃসন্দেহে চিন্তার বিষয়। দেশকে দারিদ্র্যমুক্ত করা এবং আয় ও সম্পদের মধ্যে সমতা ফেরাতে হলে এখনই সচেতন হতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই সমস্যা দূর করার জন্যে করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল