অ্যাপশহর

দায়িত্ব গ্রহণের পর সিয়াচেন সফর করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

হিমবাহের উপর ভারতীয় সেনার বেসক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে নিয়ে গরম জিলিপি খেলেন রাজনাথ। দুর্গম কারাকোরামের তুষারাবৃত 'অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইনে' শহিদ ভারতীয় সেনানীদের উদ্দেশে শ্রদ্ধাও জানান প্রতিরক্ষা মন্ত্রী।

EiSamay.Com 3 Jun 2019, 11:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে প্রথম সফরেই সিয়াচেন উড়ে গেলেন রাজনাথ সিং। সোমবার হিমবাহে অবস্থিত ভারতীয় সেনার বেসক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে নিয়ে তিনি গরম জিলিপি খেলেন। দুর্গম কারাকোরামের তুষারাবৃত 'অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইনে' শহিদ ভারতীয় সেনানীদের উদ্দেশে শ্রদ্ধাও জানান প্রতিরক্ষা মন্ত্রী।
EiSamay.Com Rajnath-Singh
সিয়াচেন সফরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


এদিনই সাদা ফেদার জ্যাকেট পরে সিয়াচেনের সেনা শিবির পরিদর্শনের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে 'আপলোড' করেন রাজনাথ। ছবির নীচে তাঁর মন্তব্য, 'আজ সিয়াচেন বেসক্যাম্পে ঘুরলাম। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে যে সেনানীরা কর্তব্যরত, তাঁদের সঙ্গে কথা বললাম।'

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কম্যান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এদিন রাজনাথের সিয়াচেন সফরের সঙ্গী হয়েছিলেন।

১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জমানায় 'অপারেশন মেঘদূতে'র মাধ্যমে সিয়াচেন হিমবাহ এবং আশপাশের দুর্গম গিরিবর্ত্মগুলিতে ভারতীয় সেনা নিরঙ্কুশ কৃর্তৃত্ব কায়েম করেছিল। তার পর থেকে সেখানে পাক সেনার হামলার মোকাবিলা করতে গিয়ে ১,১০০-র বেশি ভারতীয় সেনার নিহত হয়েছেন। হিমাঙ্কের ৬০ ডিগ্রি সেলসিয়াস নীচের প্রতিকূল আবহাওয়া এবং তুষারধসেও বহু সেনার মৃত্যু হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল