অ্যাপশহর

মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে বাতিল হল ৯ হাজারের বেশি পদ!

করোনা লকডাউনের মধ্যেই এক গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য পদক্ষেপ করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর সেই সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর লাগালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানুন বিস্তারিত...

EiSamay.Com 8 May 2020, 12:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রায় ৯,৩০৪টি পদ বাতিল করার সিদ্ধান্তে শুক্রবার শিলমোহর লাগালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লেফট্যানেন্ট জেনারেল শেকাতকারের নেতৃত্বে তৈরি হওয়া এক্সপার্ট কমিটির পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সশস্ত্র বাহিনীর খরচ বাঁচানোও এই পদক্ষেপের অন্যতম কারণ।
EiSamay.Com Defence Minister Rajnath Singh approves abolition of 9,304 posts in Military Engineering Service out of 13157 posts
রাজনাথ সিং


প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিটির দেওয়া একটি সুপারিশ ছিল বেসামরিক কর্মীদের এমনভাবে পুনর্গঠন করা যাতে এমইএসের কাজ আংশিকভাবে বিভাগীয় নিযুক্ত কর্মীরাই করতে পারেন এবং অন্যান্য কাজ আউটসোর্স করা যায়। এই পরামর্শ মেনেই বেসিক ও ইন্ডাস্ট্রিয়াল ওয়র্কফোর্স মিলিয়ে ১৩,১৫৭টি খালি পদের মধ্যে ৯,৩০৪টি পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।’

পরের খবর