অ্যাপশহর

চাষি-ক্ষোভে মলম, বাড়ল ৬ রবিশস্যের সহায়ক মূল্য

আশ্বাসে কাজ হচ্ছে না, সেটা ভালোই বুঝতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই, কৃষি বিল নিয়ে বিক্ষোভ-বিতর্কের মাঝেই গম-সহ ছ'টি রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়ানোর কথা ঘোষণা করল সরকার!

EiSamay.Com 22 Sep 2020, 2:15 pm
নয়াদিল্লি: আশ্বাসে কাজ হচ্ছে না, সেটা ভালোই বুঝতে পারছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই, কৃষি বিল নিয়ে বিক্ষোভ-বিতর্কের মাঝেই গম-সহ ছ'টি রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়ানোর কথা ঘোষণা করল তাঁর সরকার! মোদীর কথায়, নতুন কৃষি বিলের মতোই এমএসপি বাড়ানোর এই সিদ্ধান্তও 'ঐতিহাসিক'। কিন্তু কথায় ও কাজে সরকারের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর এই মরিয়া চেষ্টায় বাদ সাধছে মোদীর শিল্পপতি-বান্ধব ভাবমূর্তি। আর তাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্পষ্ট বক্তব্য, এটা চাষিদের কষ্ট নিয়ে নিষ্ঠুর রসিকতা। এভাবে কৃষকদের ক্ষোভে জল ঢালা যাবে না। কৃষকরা বুঝতে পারছেন, চাষিদের শোষণ করে কর্পোরেটদের লাভের রাস্তা প্রশস্ত করছে সরকার। সাময়িক মূল্যবৃদ্ধিতে কৃষকদের আশ্বস্ত করে ধাপে ধাপে এমএসপি ব্যবস্থা আর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-ই তুলে দেবে মোদী সরকার!
EiSamay.Com decision to hike msp will benefit crores of farmers, claims pm modi
নরেন্দ্র মোদী।


নতুন কৃষি বিলে কৃষকদের উদ্বেগ ও বিক্ষোভের মূল কারণ যে ন্যূনতম সহায়ক মূল্য, তা ভালোই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী। আর তাই বার বার বোঝানোর চেষ্টা করেছেন, নতুন বিল এমএসপি এবং সরকারি মান্ডি অবলুপ্ত করার জন্য আনা হয়নি। বরং, সরকারি মান্ডির পাশাপাশি বেসরকারি সংস্থার কাছেও উৎপাদিত পণ্য সরাসরি বেচতে পারবেন ছোট ও মাঝারি চাষি। এতে দর কষাকষির মাধ্যমে ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন তাঁরা। সোমবারও বিহারের ন'টি হাইওয়ে প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে মোদী বলেন, 'কৃষি ক্ষেত্রে এই বদল একবিংশ শতাব্দীর প্রয়োজন বুঝেই করা হয়েছে। আমি স্পষ্ট ভাবে জানাতে চাই, কৃষি মান্ডি এবং এমএসপি যেমন চলছিল, তেমনই চলবে। এনডিএ সরকার বরাবর কৃষিমান্ডির আধুনিকীকরণেরই চেষ্টা করেছে।' মোদীর দাবি, এই কৃষি অর্ডিন্যান্স বলবৎ হওয়ার পর ইতিমধ্যেই বহু রাজ্যের কৃষক তাঁদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাচ্ছেন। এমএসপি বাড়ানোরও চেষ্টা চলছে। করোনা সঙ্কটের সময় সরকার রেকর্ড শস্য কিনে চাষিদের আয় সুনিশ্চিত করার ব্যবস্থা করেছে।

সকালের এই আশ্বাসের পরই বিকেলে এমএসপি বাড়ানোর ঘোষণা। কিন্তু চাষিরা এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না। তাঁদের আশঙ্কা, এ ভাবে কৃষি বাজারে কর্পোরেট সংস্থাকে এনে আদতে এমএসপি এবং সরকারি মান্ডি তুলে দেওয়ার রাস্তা প্রশস্ত করছে সরকার। আর তাই, ২২টি পণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা অটুট রাখতে সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বিভিন্ন রাজ্যের কৃষক। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠই পাঞ্জাব ও হরিয়ানার।

তাৎপর্যপূর্ণ ভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট যে ছ'টি পণ্যের এমএসপি বাড়িয়েছে, তার মধ্যে রয়েছে পাঞ্জাবের প্রধান ফসল গম এবং সরষে! গমে কুইন্টাল প্রতি ৫০ টাকা এবং সরষের কুইন্টাল প্রতি ২২৫ টাকা সহায়ক মূল্য বেড়েছে। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বেড়েছে মুসুর ডালের, কুইন্টাল প্রতি ৩০০ টাকা! স্বামীনাথন কমিশনের প্রস্তাব অনুযায়ী দামবৃদ্ধির সিদ্ধান্ত- সরকারি এই ঘোষণার পরই টুইট করেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, 'চাষিদের উন্নয়নে কাজ করতে পেরে আমরা ধন্য। কৃষক-বান্ধব নীতি মেনে ক্যাবিনেট এমএসপি বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এতে কোটি কোটি চাষি লাভবান হবেন। বর্ধিত এমএসপি এবং সংস্কারি কৃষি বিল কৃষকদের সম্মান ও সমৃদ্ধি বাড়াবে। জয় কিসান!'

কিন্তু মোদীর এই কৃষক-জয়গান বিরোধীদের মুখ বন্ধ করতে পারছে না। তাই তো, মোদীর এক সময়ের জোটসঙ্গী শিবসেনারও প্রশ্ন, 'যদি এমএসপি ও মান্ডি তুলে দেওয়ার আশঙ্কা সত্যি না-ই হয়, তবে কি শুধুমাত্র রটনার ভিত্তিতে সরকার ছাড়ল শিরোমণি অকালি দল?'

পরের খবর