অ্যাপশহর

বন্যাকবলিত বিহারে মৃত্যু বেড়ে ১০২, ক্ষতিগ্রস্ত ৭২ লক্ষ

রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের এক আধিকারিক জানান, চম্পারণ, মধুবনী, দ্বারভাঙা, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার-সহ ১২টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যা কবলিত ১২ জেলায় এখনও পর্যন্ত ১৩৩ ত্রাণকেন্দ্র গড়া হয়েছে। আশ্রয় শিবিরে রয়েছেন ১,১৪,৯২১ জন। ৭৭৬টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে।

EiSamay.Com 22 Jul 2019, 10:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিহারে বন্যায় মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে গেল। সরকারি ভাবে ১০২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ১২ জেলার ৭২ লক্ষ মানুষ। মুজাফ্‌ফরপুর, দ্বারভাঙায় বন্যার্তরা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।
EiSamay.Com Capture


নেপাল ও তরাই অঞ্চলে অবিরাম বর্ষণের কারণেই বিহারের বন্যাপরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে।

রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের এক আধিকারিক জানান, চম্পারণ, মধুবনী, দ্বারভাঙা, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার-সহ ১২টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যা কবলিত ১২ জেলায় এখনও পর্যন্ত ১৩৩ ত্রাণকেন্দ্র গড়া হয়েছে। আশ্রয় শিবিরে রয়েছেন ১,১৪,৯২১ জন। ৭৭৬টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে।

কোশি, মহানদী, কমলা বালান, বাগমতীতে এখন বিপদসীমার উপর দিয়ে জল বইছে। বীরপুর ব্যারেজের জলস্তরও ক্রমে বাড়ছে। মুজফ্‌ফরপুর, দ্বারভাঙা ও পূর্ণিয়াতেও ঢুকে পড়েছে বন্যার জল।

বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী লক্ষ্মীশ্বর রাই জানান,ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল