অ্যাপশহর

জাকির নায়েকের এনজিওকেও টাকা জুগিয়েছে দাউদ

ইসলামি প্রচারক জাকির নায়েকের এনজিওতেও টাকা দিত দাউদ ইব্রাহিম। জনৈক সুলতান আহমেদের হাত ঘুরে দাউদের টাকা আসত জাকিরের কাছে।

EiSamay.Com 27 Sep 2017, 8:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ইসলামি প্রচারক জাকির নায়েকের এনজিওতেও টাকা দিত দাউদ ইব্রাহিম। জনৈক সুলতান আহমেদের হাত ঘুরে দাউদের টাকা আসত জাকিরের কাছে। পুলিশি জেরায় এমনটাই জানিয়েছে দাউদের ভাই ইকবাল কাসকর।
EiSamay.Com dawood funded zakir naiks ngo reveals brother
জাকির নায়েকের এনজিওকেও টাকা জুগিয়েছে দাউদ


তোলাবাজির মামলায় থানে পুলিশের সঙ্গেই কাসকরকে দফায় দফায় জেরা করে চলেছেন জাতীয় তদন্তকারী দল, এনআইএ'র গোয়েন্দারা। ইকবালের দাবি অনুযায়ী, জাকির নায়েকের এনজিওর জন্য ঘনঘন টাকা পাঠিয়েছে দাউদ।

জাকির নায়েকে বেশ কয়েক'টি মামলায় এনআইএর খাতায় ওয়ান্টেড। দাউদের ভাইয়ের কাছ থেকে জাকির সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

এর আগে নায়েকের এনজিওর সিএফও আমির গাজিকে জেরা করেও এনআইএ জানতে পেরেছিল দাউদ অতীতে বেশ কয়েকবার এনজিওটিকে টাকা দিয়েছে এক মিডিলম্যান মারফত। এ বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাহায্য চেয়েছে থানে পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল