অ্যাপশহর

মাঝ আকাশে শ্লীলতাহানির শিকার দঙ্গল-কন্যা

দিল্লি থেকে মুম্বই-গামী বিমানে শ্লীলতাহানির শিকার হলেন 'দঙ্গল' কন্যা জায়রা ওয়াসিম। 'দঙ্গল' ছবিতে যাঁর পাওয়ার-প্যাকড পারফমেন্স সবাইকে মুগ্ধ করেছে, ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে দুঃসহ অভিজ্ঞতা সেই জায়রার চোখেও জল এনে দিয়েছে।

EiSamay.Com 10 Dec 2017, 4:00 pm
EiSamay.Com dangal actress zaira wasim alleges molestation on flight
মাঝ আকাশে শ্লীলতাহানির শিকার দঙ্গল-কন্যা
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে মুম্বই-গামী বিমানে শ্লীলতাহানির শিকার হলেন 'দঙ্গল' কন্যা জায়রা ওয়াসিম। 'দঙ্গল' ছবিতে যাঁর পাওয়ার-প্যাকড পারফমেন্স সবাইকে মুগ্ধ করেছে, ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে দুঃসহ অভিজ্ঞতা সেই জায়রার চোখেও জল এনে দিয়েছে। রীতিমত কাঁদতে কাঁদতে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জায়রা।

ইনস্টাগ্রামে পোস্ট করা দুটি ভিডিও-র মাধ্যমে জায়রা জানিয়েছেন যে বিমানে ঠিক তাঁর পেছনের আসনে বসা এক মধ্যবয়স্ক ব্যক্তি নিজের পা তাঁর পিঠ ও কাঁধে ঘসতে থাকেন। তিনি বলেছেন, 'সবকিছুই ঠিক ছিল। আমি একটু ঝিমিয়ে পড়েছিলাম। হঠাত্‍ মনে হল আমার পিঠে কেউ নিজের পা ঘসছে।' এই নিয়ে প্রতিবাদ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি বিমান কর্মীরাও তাঁকে সাহায্য করেননি বলে অভিযোগ 'দঙ্গল' ছবির অভিনেত্রীর।

পুরো বিষয়টাই তিনি রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু বিমানের মধ্যে আলো অত্যন্ত কম থাকায় তা সম্ভব হয়নি। দুটি ভিডিও-র মধ্যে একটি তিনি বিমানের মধ্যে বসেই পোস্ট করেন। অন্যটি মুম্বই এয়ারপোর্টে নেমে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, 'আমাদের মেয়েদের কে সাহায্য করবে? আমরা নিজেরা যদি নিজেদের রক্ষা করতে না পারি, তো কেউ এগিয়ে আসবে না।'

জায়রার ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই তড়িঘড়ি টুইট করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভিস্তারা। এই ধরনের ঘটনায় তারা 'জিরো টলারেন্স' নীতিতে চলে বলে জানিয়েছে। পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে উড়ানসংস্থা।


খবরটি ইংরাজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল